সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্ত পার করিয়ে ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা খোদ পাক সেনার। এই কুকর্ম সারতে জম্মু ও কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। পুঞ্চ জেলার কৃষ্ণাঘাঁটি এলাকায় এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল পাক সেনার বিরুদ্ধে। এই হামলার পালটা জবাব দিয়েছে ভারত। জবাবি হামলায় ৪ থেকে ৫ জন পাকসেনা ও অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ধ্বংস করে দেওয়া হয়েছে পাক সেনার একাধিক বাঙ্কার।
সেনার তরফে জানা যাচ্ছে, মঙ্গলবার দিনভর গোলাগুলির লড়াইয়ে উত্তপ্ত ছিল কৃষ্ণাঘাঁটি। এই অঞ্চল দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় বেশ কয়েকজন জঙ্গি। ভারতীয় সেনাকে গোলাগুলির লড়াইয়ে ব্যস্ত রেখে, জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দিতে সীমান্ত লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। তবে পালটা জবাব দেয় নাঙ্গি টেকরি ব্যাটালিয়নের জওয়ানরা। অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি পাক সেনাকে কড়া জবাব দেওয়া হয় ভারতীয় সেনার তরফে। সূত্রের খবর, ভারতীয় সেনার পালটা জবাবে গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানি বাঙ্কার। পাশাপাশি ৪ থেকে ৫ জন পাক সেনা ও অনুপ্রবেশকারীদের মৃত্যু হয়েছে বলা দাবি করা হচ্ছে। যদিও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি সেনার তরফে দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত দু’মাসে দক্ষিণ পীর পাঞ্জাল অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্তে গোলাগুলির ঘটনা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের তরফে বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অনুপ্রবেশের চেষ্টাও বেড়েছে ব্যাপকভাবে। যদিও কড়া হাতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে ভারতীয় সেনা। গত শনিবার অভিযান চলাকালীন মৃত্যু হয় দুই জঙ্গির। উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। গত শুক্রবারও অভিযান চলেছিল কাঠুয়া অঞ্চলে সেখানেও দুই জঙ্গির পাশাপাশি শহিদ হন চার পুলিশকর্মী। গত সোমবার তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.