Advertisement
Advertisement

দিল্লির বিশ্ববিদ্যালয়ে পাক হ্যাকারদের হামলা, প্রতিবাদে সরব ABVP

'কাশ্মীর পাকিস্তানেরই অঙ্গ'- ওয়েবসাইট খুললেই ফুটে উঠছে এই বার্তা৷

Pak hackers target Delhi University, IIT website, ABVP demands action

'কাশ্মীর পাকিস্তানেরই অঙ্গ'- ওয়েবসাইট খুললেই ফুটে উঠছে এই বার্তা৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 26, 2017 6:18 am
  • Updated:April 26, 2017 6:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির একাধিক অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা৷ দিল্লি বিশ্ববিদ্যালয়, আইআইটি দিল্লি ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে পাকপন্থী বার্তা পোস্ট করে হ্যাকাররা৷ মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এই কুকীর্তি ধরা পড়ে৷

ওই তিন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করলেই কম্পিউটারের পর্দায় ফুটে উঠছে হ্যাকারদের বার্তা- “ভারত সরকারকে শুভেচ্ছা৷ ভারতীয় নাগরিকদেরও৷ আপনারা কি জানেন, যাঁদের আপনারা নায়কের মর্যাদা দেন, সেই ভারতীয় সেনা কাশ্মীরের সাধারণ মানুষের উপর প্রতিদিন কী অত্যাচার করছে? কতজন নিরীহ কাশ্মীরি নাগরিককে হত্যা করা হয়েছে?” সেই সঙ্গে ভারতীয় সেনার দুটি ভিডিও ওই ওয়েবসাইটগুলিতে প্রকাশ করা হয়েছে৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে পাক ব্যান্ডের গান৷

Advertisement

হ্যাকাররা নিজেদের Pakistan Haxors Crew বা PHC বলে উল্লেখ করেছে৷ তাদের দাবি, কোনও তথ্য চুরি করতে তারা ওয়েবসাইট হ্যাক করেনি৷ তাদের লক্ষ্য হল, ভারতকে বার্তা পাঠানো৷ কয়েকদিন আগেই এক ভারতীয় হ্যাকার পাক রেলওয়েজের ওয়েবসাইট হ্যাক করেছিল বলে দাবি করেছে পাক হ্যাকাররা৷ এদিনের কুকীর্তি ওই সাইবার হামলার পাল্টা বলেও জানিয়েছে দুষ্কৃতীরা৷ ‘কাশ্মীর পাকিস্তানেরই অঙ্গ’- দিল্লি বিশ্ববিদ্যালয়-সহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট খুললেই ফুটে উঠছে এই বার্তা৷

এই ঘটনায় দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একহাত নিয়েছে এবিভিপি৷ সংগঠনের জাতীয় মুখপাত্র বলেছেন, “বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটই সামলাতে পারেন না আবার অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷” অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন করে তারপর ভবিষ্যতের পরিকল্পনা করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, দাবি এবিভিপি-র৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement