Advertisement
Advertisement
শ্রমিক ট্রেন

শ্রমিক ট্রেনে নেওয়া হচ্ছে ১৫০ টাকা ‘মেডিক্যাল চার্জ’, অভিযোগ পরিযায়ীদের

শ্রমিকদের বক্তব্য, সরকার মিথ্যাচার করছে।

Paid 150 as medical charges, alleged migrant labourers on shramik train

ফাইল ফটো

Published by: Monishankar Choudhury
  • Posted:May 19, 2020 2:31 pm
  • Updated:May 19, 2020 2:31 pm  

সুব্রত বিশ্বাস: পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ট্রেন ভাড়া মেটানো নিয়ে কেন্দ্র-রাজ্য মতবিরোধ জারি থাকলেও নানা অছিলায় শ্রমিকদের থেকে টাকা আদায় করছে রেল। এমন অভিযোগ বারবার উঠে এসেছে শ্রমিকদের পক্ষ থেকে। কখনও পুরো ভাড়া, কখনও বা মেডিক্যাল বলে ১৫০ টাকা নেওয়া হচ্ছে। রেলের ইউটিএসে স্লিপ দিচ্ছে। শ্রমিকদের বক্তব্য, সরকার মিথ্যাচার করছে।

[আরও পড়ুন: বাড়ি ভাড়া মেটাতে না পারায় মালিকের লাগাতার হেনস্তা, আত্মঘাতী পরিযায়ী শ্রমিক]

মুম্বই থেকে বিহারের দারভাঙ্গায় ফিরে শ্রমিক নীতিশ কুমার জানান, তাঁদের তিন বন্ধুকে সাড়ে চারশো টাকা দিতে হয় মেডিক্যাল চার্জ হিসাবে। কী মেডিক্যাল তা অবশ্য জানানো হয়নি তাঁদের। ওই শ্রমিক আরও জানান, মার্চ মাসের ২৫ তারিখ ফেরার টিকিট থাকলেও লকডাউনে আটকে পড়েন তিনি। আর ফিরতে পারেননি। কয়েক মাস আগে তিন বন্ধু মুম্বইতে পরিচিতের বাড়ি যান। কিছুদিন সান্তাক্রুজের একটি বসতিতে ভাড়া ছিলেন। মার্বেলের কাজ শুরু করে ছিলেন। ৮০০ টাকা রোজে চলে যাচ্ছিল। কিন্তু করোনা আতঙ্কে কাজ হারানোয় বাড়ি ফিরতে চেয়ে টিকিট কাটেন। তারপরই এহেন ভোগান্তির শিকার হতে হয় তাঁদের।

Advertisement

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাক পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ শ্রমিক ট্রেন চালাচ্ছে রেল। নিয়ম মাফিক, ভাড়ার ৮৫ শতাংশ কেমদর ও ১৫ শতাংশ রাঃয়ের দেওয়ার কথা। কিন্তু তবুও টিকিটের নামে টাকা নেওয়া হচ্ছে বেল বারবার অভিযোগ উঠছে। এবার যাত্রীদের থেকে মেডিক্যাল চার্জ নেওয়ার কথাও প্রকাশ্যে এসেছে। সব মিলিয়ে সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেকেহন পরিযায়ীরা।

উল্লেখ্য, সদ্য কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে খাবারের বাক্স নিয়ে স্টেশন দিয়ে যাওয়া মানুষজনকে ফেলে দিয়ে খাবার লুট করছে শ্রমিক স্পেশ্যালের যাত্রীরা। অন্য ভিডিওতে স্টেশনে ট্রেন এসে দাঁড়ানোর পর শ্রমিকরা নেমে ভেন্ডিং স্টল ভাঙচুর করে খাবার নিয়ে ট্রেনে উঠে পড়ছেন। অনেকেই মনে করছেন কতটা নিরুপায় হলে মানুষ এহেন কাজ করতে বাধ্য হয়, তা সরকারের ভেবে দেখা উচিত।

[আরও পড়ুন: টিকিট সংরক্ষণে এবার দিতে হবে স্বীকারোক্তি, জটিলতা এড়াতে সংযোজন রেলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement