ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে হামলার ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিদের অপারেশনের ‘প্ল্যান এ’ এবং ‘প্ল্যান বি’ তৈরি ছিল। প্রথম প্ল্যান ব্যর্থ হলে ‘প্ল্যান বি’ ধরে এগোয় জঙ্গিরা, বিস্ফোরক এমনই দাবি করেছেন একতা তিওয়ারি নামে এক পর্যটক। তিনি এক ব্যক্তির কথা তুলে ধরেন, যে নিজেকে খচ্চরের সহিস বলে পরিচয় দিয়েছিল। জানা যাচ্ছে, এই ব্যক্তি ছিল লস্কর লঞ্জি আসিফ ফৌজি।
গোয়েন্দা সূত্রে খবর, পহেলগাঁওয়ে হামলা চালায় লস্কর জঙ্গি আসিফ ফৌজি। ওই মহিলা পর্যটকের দাবি, তিনি মোবাইলে সেই ফৌজির ছবি তুলেছিলেন। তিনি জানিয়েছেন, হামলাকারী জঙ্গিদের জোড়া প্ল্যান ছিল। তা ওই জঙ্গির কথোপকথনেই স্পষ্ট হয়। সহিস পরিচয় দেওয়া জঙ্গির খচ্চর ভাড়া করতে গিয়ে সন্দেহ হয়েছিল একতার। খচ্চর ভাড়া নিয়ে দরদামের সময় ফোন আসে ওই জঙ্গির। মোজা থেকে ফোন বার করায় তাঁর সন্দেহ হয়। পর্যটকদের ধর্ম নিয়েও প্রশ্ন করে লস্কর জঙ্গি, এমনই চাঞ্চল্যকর দাবি একতার। এই তথ্য পাওয়ার পর গোয়েন্দাদের তদন্ত নতুন মোড় নেবে বলে মনে করা হচ্ছে। ফোনের কত্থোপকথন শুনেছিলেন একতা। সেখানে ফৌজিকে বলতে শোনেন, কাউকে সে বলছে ‘প্ল্যান এ’ ব্যর্থ হয়েছে, এখন ‘প্ল্যান বি’-তে কাজ হবে। পহেলগাঁওতে যখন গুলি চালানোর ঘটনা ঘটে, তখন সেখানে উপস্থিত ছিল আসিফ ফৌজি।
একতা জানিয়েছেন, ফৌজির ফোনে কথায় ‘প্ল্যান বি’, ‘বক্স’ এই সব কথা তাঁর কানে আসে। তার পরেই তিনি তাঁর স্বামীকে বলেন, যেভাবেই হোক আসিফের একটা ছবি তুলতে। সেই ছবির সূত্রেই আসিফ ফৌজির নাম নিয়ে চর্চা। এই ছবিই আপাতত তদন্তকারী সংস্থার নজরে। গোয়েন্দাদের আঁকানো স্কেচেও আসিফ ফৌজ রয়েছে।
পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন পর্যটককে নৃশংস হত্যার ঘটনায় নিন্দায় মুখর গোটা বিশ্ব। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে এসেছে পাক যোগের ইঙ্গিত। হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে পাকিস্তানের লস্কর ই তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা ‘টিআরএফ’। জানা যাচ্ছে, পিওকে ও পাকিস্তানের হ্যান্ডলারদের সহায়তায় নাশকতার এই ছক অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছিল। ওপার থেকে অস্ত্রে প্রশিক্ষণপ্রাপ্তদের এদেশে পাঠানোর পাশাপাশি খোঁজা হয়েছিল এমন পর্যটনস্থল, যেখানে পর্যটকের সংখ্যা প্রচুর হলেও নিরাপত্তাব্যবস্থা থাকে তুলনামূলক কম। শুধু তাই নয়, আততায়ীদের কাছে ওপার থেকে রিয়াল টাইম নানা নির্দেশও পাঠানো হচ্ছিল বলেও শোনা যায়। যে চার আততায়ী মঙ্গলবার নাশকতা চালিয়েছিল, তাদের হেলমেটে ক্যামেরা লাগানো ছিল। যার ফলে ঘটনার ভিডিও রেকর্ডিং ও রিয়াল টাইম আপডেটও নিচ্ছিল তাদের ‘আকা’-রা। এরা পুঞ্চেও এই ধরনের সন্ত্রাস করেছে বলে তথ্য সামনে আসছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.