Advertisement
Advertisement

‘পদ্মাবত’ নিষিদ্ধ নয় বলেই রাজস্থানে হেরেছে বিজেপি, উল্লসিত কর্ণি সেনা

ফের ছবি নিষিদ্ধ করার আরজি প্রধানমন্ত্রীকে৷

‘Padmaavat’ release blow to BJP in Rajasthan bypolls: Karni Sena
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 2, 2018 9:43 am
  • Updated:February 2, 2018 10:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক অতীতে তাঁর চোখেমুখে এতটা খুশির ঝিলিক দেখা যায়নি৷ যতটা দেখা গেল বৃহস্পতিবার৷ রাজস্থানের তিন কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর৷ তিন কেন্দ্রেই পরাজিত বিজেপি প্রার্থী৷ আর তাতেই খুশি কর্ণি সেনার প্রধান লোকেন্দ্র সিং কালভি৷ ‘পদ্মাবত’ নিষিদ্ধ হয়নি বলেই বিজেপির এই হাল হয়েছে মনে করেন তিনি৷

রাজস্থানে উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি, ৩ কেন্দ্র ছিনিয়ে নিল কংগ্রেস ]

Advertisement

ফল ঘোষণার সঙ্গে সঙ্গে রীতিমতো সেলিব্রেশনের মুডে চলে যান কর্ণি সেনার সমর্থকরা৷ এতদিন কর্ণি সেনার তাণ্ডবের পিছনে বিজেপিরই প্রচ্ছন্ন প্রশ্রয় দেখছিলেন অনেকে৷ কিন্তু এদিন যেন পাশা উলটে দিলেন কালভি৷ বুঝিয়ে দিলেন, তলে তলে কতটা বিজেপি বিরোধী হয়ে উঠেছেন এই স্বঘোষিত দেশপ্রেমিকরা৷ ‘পদ্মাবত’ নিয়ে নেতা-মন্ত্রীরা বহু বাক্যব্যয় করেছেন৷ কিন্তু সরকারি তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি৷ বরং সেদিক থেকে দেখলে, পদ্মাবত-এর মুক্তিতে সহযোগিতাই করেছে প্রশাসন৷ সেন্সর বোর্ড ছবিকে ছাড়পত্র দিয়েছে৷ সুপ্রিম নির্দেশ মেনে সব রাজ্যে ছবি মুক্তি পেয়েছে৷ যেখানে যেখানে ঝামেলা হয়েছে পুলিশ সুরক্ষা দিয়েছে৷ হলে হলে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ এমনকী বিজেপি শাসিত চার রাজ্যের অভিযোগও খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷ গ্রেপ্তার হয়েছেন কর্ণি সেনা নেতা সূরজ পাল আমু৷ ফলত, কর্ণি সেনার তর্জন গর্জনই সার৷ আদতে প্রশাসন এই স্বঘোষিত দেশপ্রেমিকদের তেমন পাত্তা দেয়নি৷ সেই ক্ষোভই এদিন বদলে গেল সেলিব্রেশনে৷

কেন্দ্রীয় বাজেট ২০১৮: কোন কোন জিনিসের দাম বাড়ছে? ]

রাজস্থানের তিন কেন্দ্রের উপনির্বাচনেই পরাজয় হয়েছে বিজেপি৷ শাসকদলের হার এই প্রথম৷ কালভি জানাচ্ছেন, “পদ্মাবত নিষিদ্ধ না হওয়ায় কতটা ক্ষুব্ধ ছিলেন মানুষ তার প্রমাণ আগেই মিলেছে৷ এদিন তার ফল হাতে এল৷ আমি এখনও বলছি, প্রধানমন্ত্রী এ ছবি নিষিদ্ধ করুন৷ এ ছাড়া আর কোনও সমাধানের রাস্তা নেই৷”

উল্লসিত কর্ণি সেনার সদস্যরাও৷ বাজি পুড়িয়ে তাঁরা আনন্দে মাতেন৷ সমর্থকরা জানাচ্ছেন, “এ কোনও রাজনৈতিক দলের জয় নয়৷ আমাদের আন্দোলনের জয়৷ সংঘর্ষ সমিতির জয়৷ মানুষ আমাদের সমর্থন করেছে, তাই বিজেপির বিপক্ষে ভোট দিয়েছে৷ বিজেপি যদি এরকমভাবে চালিয়ে যায়, তবে আরও বিপাকে পড়বে৷”

কর্ণি সেনার কর্মকাণ্ডের দরুণ গেরুয়া শিবিরকে কম বদনাম সহ্য করতে হয়নি৷ হার কি তবে বিজেপির কাছে শাপে বর হল!

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement