Advertisement
Advertisement

Breaking News

Mayawati

‘মায়াবতী-ওয়েইসিকে ভারতরত্ন দিন’, বিজেপিকে পরামর্শ শিব সেনার

সবই কি মায়ার খেলা? কী বলছেন বিএসপি নেত্রী?

Padma Vibhushan, Bharat Ratna for Mayawati and Owaisi, Shiv Sena's attack on UP | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 12, 2022 10:46 am
  • Updated:March 12, 2022 10:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্য বিরোধী দলগুলির মতো উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের নেপথ্যে ‘মায়ার খেলা’ দেখছে শিব সেনাও। বিজেপির একসময়ের জোটসঙ্গীর বক্তব্য, উত্তরপ্রদেশে যেভাবে মায়াবতী এবং আসাদউদ্দিন ওয়েইসিরা বিজেপিকে সাহায্য করেছেন, তাতে তাঁদের পদ্মবিভূষণ-ভারতরত্নের মতো খেতাব দেওয়া উচিত বিজেপির। 

শিব সেনা নেতা সঞ্জয় রাউতের বক্তব্য,”উত্তরপ্রদেশ বিজেপিরই দখলে ছিল। সেখানে ওরা ভাল করছে। কিন্তু উত্তরপ্রদেশে অখিলেশের আসন বেড়েছে ৩ গুণ। মায়াবতী এবং ওয়েইসি বিজেপিকে জিততে সাহায্য করেছে। তাই ওদের পদ্মভূষণ, ভারতরত্ন দেওয়া উচিত।” মায়াবতী এবং ওয়েইসি যে বিরোধী ভোট কেটে দিয়ে বিজেপির সুবিধা করে দিতে পারে, সে ইঙ্গিত অবশ্য আগেই ছিল। কিন্তু এবারে উত্তরপ্রদেশের ভোটে দেখা গিয়েছে মায়াবতীর বিএসপি নিজেদের অস্তিত্ব বিপন্ন করে বিজেপিকে সাহায্য করেছে।

Advertisement

[আরও পড়ুন: উত্তরাখণ্ডে ফের নতুন মুখ্যমন্ত্রীর মুখ খুঁজছে বিজেপি? দলের অন্দরে শুরু জল্পনা]

উত্তরপ্রদেশে মায়াবতীর ভোট কমেছে প্রায় ৯ শতাংশ। এবং সেই ভোটারদের একটা বড় অংশই গিয়েছে সরাসরি বিজেপি শিবিরে। দলিত নেত্রী ভোটের ফলাফল পর্যালোচনা করতে গিয়ে সেকথা স্বীকারও করেছেন। মায়াবতীর বক্তব্য, সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে জঙ্গলরাজ ফিরে আসতে পারে এই আশঙ্কা থেকেই দলিত এবং ব্রাহ্মণরা বিজেপিকে ভোট দিয়েছেন। সপাকে হারাতেই বিএসপির কোর ভোটাররা বিজেপির দিকে ঝুঁকেছে। অন্যদিকে ওয়েইসির এআইএমআইএম সেভাবে প্রভাব না ফেলতে পারলেও বেশ কয়েকটি আসনে ভোট কেটে বিজেপির সুবিধা করে দিয়েছে। সেকারণেই মায়াবতী এবং ওয়েইসিকে এই কটাক্ষ শিব সেনা নেতার।

[আরও পড়ুন: ‘দেখিয়ে দিলাম বিজেপিরও আসন কমানো যায়’, হেরেও অখুশি নন অখিলেশ]

এরপরই অবশ্য বিজেপিকে তীব্র কটাক্ষ করেন সঞ্জয় রাউত। শিব সেনা মুখপাত্র বলছেন, বিজেপি জিতলেও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হেরেছেন, গোয়ার দু’জন উপমুখ্যমন্ত্রীই হেরেছেন, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হেরেছেন। তাছাড়া পাঞ্জাবে তো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবাই জোরকদমে প্রচার করল তাহলে পাঞ্জাবে কেন হারল বিজেপি? পাঞ্জাবে কংগ্রেস যতটা না হারিয়েছে তার থেকে বেশি হারিয়েছে বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement