Advertisement
Advertisement

Breaking News

PM Modi

‘অবিলম্বে কড়া আইন আনুন’, RG Kar কাণ্ডে মোদিকে চিঠি পদ্ম পুরস্কারপ্রাপ্ত ৭০ চিকিৎসকের

চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিল ২০১৯ সালে প্রস্তুত হলেও তা এখনও সংসদে পেশ হয়নি।

Padma Awardee Doctors Write To PM Modi, Seek New Law For Safety
Published by: Amit Kumar Das
  • Posted:August 19, 2024 10:02 am
  • Updated:August 19, 2024 10:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরজি করে মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। দেশব্যাপী আন্দোলন ও প্রতিবাদের মাঝেই এবার চিকিৎসকদের নিরাপত্তায় কড়া আইনের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন পদ্ম পুরস্কার পাওয়া ৭০ জন চিকিৎসক। পাশাপাশি এই নৃশংস ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলেছেন তাঁরা।

মোদিকে উদ্দেশ্য করে চিঠিতে চিকিৎসকরা লিখেছেন, আরজি কর হাসপাতালে যা ঘটেছে তাতে স্পষ্ট যে এই ধরনের নৃশংসতা প্রতিরোধ করতে যত দ্রুত সম্ভব কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দেশের সাংসদ, নীতি নির্ধারক সংস্থাগুলির কাছে আমাদের আবেদন অবিলম্বে এই বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার। চিকিৎসকদের তরফে আরও জানানো হয়েছে, এই ধরনের ঘটনা রুখতে ২০১৯ সালে ‘দ্য প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যাগেইনস্ট ডক্টরস, মেডিক্যাল প্রফেশনালস অ্যান্ড মেডিক্যাল ইনস্টিটিউশন বিল’ প্রস্তুত করা হয়েছিল। যা এখনও পর্যন্ত সংসদে পেশ হয়নি। চিকিৎসকদের দাবি, দেশের স্বাস্থ্য ক্ষেত্রে যারা কাজ করছেন তাঁরা যাতে নির্ভয়ে রোগীদের পরিষেবা দিতে পারেন তার জন্য অবিলম্বে এই বিল পাশ করানো হোক।

Advertisement

[আরও পড়ুন: সাংসদ হয়েছেন ‘জঙ্গি’ রশিদ, কাশ্মীরে এবার ভোটের লড়াইয়ে তাঁরই ভাই খুরশিদ!]

এছাড়া কলকাতায় চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠিতে লেখা হয়েছে, ‘আমাদের দেশের সর্বোচ্চ নেতা হিসাবে আপনার কাছে আমাদের নিবেদন, এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় আপনি অবিলম্বে এবং ব্যক্তিগত ভাবে হস্তক্ষেপ করুন। এই ধরনের বর্বরতা চিকিৎসাকদের সেবার ভিত্তিকে নাড়িয়ে দেয়। বিশেষ করে যে সব নারী স্বাস্থ্যসেবা পেশার সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে এই ধরনের সহিংসতা মোকাবিলার জরুরি প্রয়োজনে পদক্ষের করা উচিত।’

[আরও পড়ুন: প্রতিবাদের নয়া ভাষা, এবার স্বাস্থ্যমন্ত্রকের বাইরে ওপিডি পরিষেবা প্রতিবাদী চিকিৎসকদের]

প্রধানমন্ত্রীকে লেখা এই চিঠিতে স্বাক্ষর করা বিশিষ্ট চিকিৎসকরা হলেন, ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান ডঃ অশোক শেঠ, দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া, মহাজন ইমেজিংয়ের প্রতিষ্ঠাতা ডঃ হর্ষ মহাজন, ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসের ডিরেক্টর ডাঃ এস কে সারিন, এইমস দিল্লির এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান ডঃ নিখিল ট্যান্ডন এবং মেদান্ত দ্য মেডিসিটির ইনস্টিটিউট অফ ডাইজেস্টিভ অ্যান্ড হেপাটোবিলিয়ারি সায়েন্সেসের চেয়ারম্যান ডঃ রণধীর সুদ-সহ আরও অনেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement