Advertisement
Advertisement

নয়া আতঙ্ক আন্দামানে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘পাবুক’

৩ দিন ধরে হতে পারে ভারী বৃষ্টি৷

Pabuk may hits in Andaman
Published by: Sayani Sen
  • Posted:January 3, 2019 8:13 pm
  • Updated:January 3, 2019 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দামানের দিকে ধেয়ে আসছে ‘পাবুক’৷ তার জেরে আগামী তিনদিন বৃষ্টি হতে পারে এই দ্বীপে৷ ইতিমধ্যেই পর্যটকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে৷ যদিও ‘পাবুক’-এর প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷

মাঝ ডিসেম্বরে নিম্নচাপের জেরে ঝড়বৃষ্টি শুরু হয় আন্দামানে৷ আটকে পড়েন অন্তত ১২০০ বাঙালি পর্যটক৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আন্দামানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়৷ চিন সাগরের দিক থেকে ধেয়ে আসা ‘পাবুক’ যথেষ্টই শক্তিশালী৷ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী  ৪ জানুয়ারি থেকেই আন্দামানের আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে৷ শুক্রবার হয়তো আন্দামানের আকাশে বাড়তে পারে মেঘের আনাগোনা৷ হতে পারে হালকা বৃষ্টি৷ ৫ জানুয়ারি এই দ্বীপে আছড়ে পড়তে পারে ‘পাবুক’৷ তার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই এড়িয়ে যেতে পারছেন না আবহাওয়াবিদরা৷ ‘পাবুক’-এর শক্তি ঠিক কতটা, তা যদিও এখনও জানা যায়নি৷ এদিকে, ইতিমধ্যেই আন্দামান প্রশাসনকে পর্যটকদের সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

Advertisement

[ম্যাগিতে রয়েছে বিষাক্ত সিসা, আদালতে স্বীকার করল নেসলে]

‘পাবুক’-কে নিয়ে চিন্তার অন্ত নেই বাংলারও৷ অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, তবে কি ডিসেম্বরের মতো জানুয়ারিতে বৃষ্টিভেজা শীত উপভোগ করতে হবে? আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যদিও সেই প্রশ্নের উত্তর মিলেছে৷ হাওয়া অফিস সূত্রে খবর, আন্দামানে ঝড়বৃষ্টি হলেও, বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement