Advertisement
Advertisement

Breaking News

P Chidambaram

‘বাংলার হিংসা দিয়ে মণিপুরকে আড়াল করা যাবে না’, মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ চিদম্বরমের

স্পষ্ট হচ্ছে INDIA জোটের রসায়ন।

P Chidambaram supports Mamata Banerjee amid Bengal violence allegations | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 23, 2023 5:43 pm
  • Updated:July 23, 2023 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল: মণিপুর হিংসার লজ্জা ঢাকতে বিরোধী জোট INDIA’র দখলে থাকা রাজ্যগুলিতে কোথায় কোথায় নারী নির্যাতন হয়েছে, খুঁজে বেড়াচ্ছে বিজেপি। ­বোঝানোর চেষ্টা হচ্ছে, মণিপুরে যদি কোন হিংসার ঘটনা ঘটেও থাকে, একইরকম হিংসার ঘটনা ঘটেছে বাংলা, বিহার এবং রাজস্থানেও। বিশেষ করে বাংলাকে টার্গেট করছে গেরুয়া শিবির। তৃণমূলকে নিশানা করে বিজেপি নেতারা বলছেন, যারা নিজেদের রাজ্যে এত হিংসা তাঁদের ­মণিপুর নিয়ে কথা বলা সাজে না।

বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতারা যখন মমতাকে কোণঠাসা করার চেষ্টা করছে, ঠিক তখন বাংলার মুখ্যমন্ত্রীর হয়ে ব্যাট ধরলেন INDIA জোটের অন্যতম সদস্য কংগ্রেসের শীর্ষনেতা পি চিদম্বরম (P Chidumabaram)। তিনি বলে দিলেন, “বাংলা, বিহার বা রাজস্থানে হিংসার ঘটনার উল্লেখ করে বিজেপি যেভাবে মণিপুর থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে, সেটা নিছক অপচেষ্টা, সফল হবে না।”

Advertisement

[আরও পড়ুন: অনলাইন জুয়ার ফাঁদ! ৫ কোটি জিতে ৫৮ কোটি খোয়ালেন ব্যবসায়ী, পলাতক প্রতারক]

বর্ষীয়ান কংগ্রেস নেতা টুইট করে বললেন,”মণিপুরে (Manipur)সরকার বলে কিছু নেই। আর কেন্দ্রের সরকার স্বেচ্ছায় কোমায় চলে গিয়েছে। আর যদি ধরেও নিই যে বাংলা বা রাজস্থানে মেয়েদের সঙ্গে অন্যায় হয়েছে, তাতেও মণিপুরের সঙ্গে রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহারের কিছুতেই তুলনা চলে না।” নিজের দীর্ঘ টুইটে মণিপুরের হিংসার বর্ণনাও দিয়েছেন কংগ্রেস নেতা।

[আরও পড়ুন: হিমাচলে দুর্যোগের বলি আরও ৭, একটানা বৃষ্টিতে গুজরাটে ডুবে মৃত্যু অন্তত তিন জনের]

ওয়াকিবহাল মহল বলছে, হিংসা ইস্যুতে চিদম্বরম যেভাবে মমতা বা নীতীশ কুমারের (Nitish Kumar) পাশে দাঁড়ালেন আর ইন্ডিয়া জোটের নেতারা প্রায় সকলেই যেভাবে এক সুরে কথা বলছেন, সেটা জাতীয় রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরুর বৈঠকে মমতার (Mamata Banerjee) সঙ্গে সোনিয়া-রাহুলদের যে রসায়ণ দেখা গিয়েছিল, সেটাই যেন আরও ফুটে ওঠা শুরু করেছে মণিপুর ইস্যুতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement