সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএনএক্স মিডিয়া মামলায় সাময়িক স্বস্তি পেলেন পি চিদম্বরম৷ ২৬ আগস্ট পর্যন্ত তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করল সুপ্রিম কোর্ট৷ শুক্রবারের শুনানিতে শীর্ষ আদালতের তরফে স্পষ্ট জানান হল, আগামী সোমবার পর্যন্ত প্রাক্তন অর্থমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারবে না ইডি৷ এবং ওইদিন সিবিআই ও ইডি, দুটি মামলারই শুনানি হবে সুপ্রিম কোর্টে৷
[ আরও পড়ুন: ঋণ দিচ্ছে না ব্যাংক, ধার মেটাতে কিডনি বিক্রির বিজ্ঞাপন কৃষকের ]
জানা গিয়েছে, এদিনের শুনানিতে পি চিদম্বরমের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন দুই পোড় খাওয়া আইনজীবী তথা শীর্ষ কংগ্রেস নেতা কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি৷ সিব্বল জানান, এজেন্সির রিপোর্টের ভিত্তিতে হাই কোর্ট চিদম্বরমকে দোষী বলা হয়েছে। তাঁকে নিজের বক্তব্য রাখতে দেওয়া হয়নি। অন্যদিকে ইডির তরফে অভিযোগ করা হয়, ১০টি সম্পত্তি রয়েছে পি চিদম্বরমের৷ সঙ্গে রয়েছে ১৭টি ব্যাংক অ্যাকাউন্ট৷ আদালত সূত্রে খবর, দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর প্রাক্তন অর্থমন্ত্রীর ২৬ তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন বিচারপতি৷
[ আরও পড়ুন: পড়ুয়ার পাতে নুন-রুটি! ভাইরাল উত্তরপ্রদেশে মিড-ডে মিলের করুণ দশা ]
যদিও বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন পি চিদম্বরম৷ বৃহস্পতিবারই প্রাক্তন অর্থমন্ত্রীকে পাঁচদিনের সিবিআই হেফাজতে পাঠায় সিবিআইয়ের বিশেষ আদালত। সকাল থেকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, বিকেল তিনটে নাগাদ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে আদালতে পেশ করা হয়। প্রাক্তন অর্থমন্ত্রীকে ৫ দিনের হেফাজতে চেয়েছিল সিবিআই। সিবিআইয়ের দাবি মেনে, তাঁকে পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের সুযোগ দিল বিশেষ আদালত। অর্থাৎ আগামী ২৬ আগস্ট পর্যন্ত সিবিআইয়ের লক আপেই থাকছেন প্রাক্তন অর্থমন্ত্রী। এবার দফায় দফায় জেরা করা হবে তাঁকে। এবং পাঁচদিন পর ফের তাঁকে বিশেষ আলাদতে পেশ করা হবে। আর ওইদিনই উঠবে ইডি মামলাও৷
Both CBI and Enforcement Directorate matters to be heard again on Monday August 26 in Supreme Court. Chidambaram is in CBI custody till August 26. https://t.co/vVIwpsDPZc
— ANI (@ANI) August 23, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.