Advertisement
Advertisement

Breaking News

COVID-19 vaccine

চলতি বছরই তৈরি হয়ে যেতে পারে ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন, আশার কথা শোনাল সেরাম ইনস্টিটিউট

কবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে ভ্যাকসিন? সে ইঙ্গিতও দিলেন সিইও।

Oxford Corona vaccine may be ready by December, says Serum Institute CEO | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 30, 2020 8:58 am
  • Updated:December 5, 2020 3:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে আগের তুলনায় করোনা সংক্রমণের হার খানিকটা কম। তবে ভ্যাকসিন না আসা পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরতে পারছেন না মানুষ। আর এরই মধ্যে আশার খবর শোনালেন সেরাম ইনস্টিটিউটের (Serum Institute of India) সিইও আদর পুনাওয়ালা। জানিয়ে দিলেন, ডিসেম্বরের মধ্যেই তৈরি হয়ে যেতে পারে অক্সফোর্ডের COVID-19 ভ্যাকসিন কোভিশিল্ড।

[আরও পড়ুন: ফের বাংলায় একদিনে করোনা পজিটিভ প্রায় ৪ হাজার, আক্রান্তের চেয়ে বেশি কোভিডজয়ীর সংখ্যা]

পুনাওয়ালা জানান, এই ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে ডিসেম্বরের শুরুতেই তা তৈরি হয়ে যাবে। বিশ্বজুড়ে অক্সফোর্ডের AstraZeneca ভ্যাকসিনটির তৃতীয় পর্বের ট্রায়াল চলছে। সেটিই ভারতে কোভিশিল্ড হিসেবে ধরা দেবে। জানা গিয়েছে, সেই ট্রায়াল আর মাস খানেকের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। তেমনটা হলে চলতি বছরই কাঙ্খিত করোনা ভ্যাকসিন চলে আসবে ভারতের হাতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে পুনাওয়ালা আরও ইঙ্গিত দেন, আগামী বছরের (২০২১) এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই ভ্যাকসিনের ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডোজ তৈরি হয়ে যাবে। অর্থাৎ ১০ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে মারণ ভাইরাসের ভ্যাকসিন। তবে পুরোটাই নির্ভর করছে ব্রিটেনে এই ভ্যাকসিনের ট্রায়ালে কী তথ্য উঠে আসে, তার উপর। ভ্যাকসিনটি সবুজ সংকেত পেয়ে গেলেই এমার্জেন্সি-ব্যবহারের জন্য লাইসেন্সের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে সেরামের। জানান পুনাওয়ালা।

Advertisement

ইতিমধ্যেই প্রথম দুই পর্যায়ের ট্রায়ালে সফল হয়েছে অক্সফোর্ডের এই ভ্যাকসিন। বিশ্বজুড়ে যে সমস্ত ভ্যাকসিন তৈরি হচ্ছে, তার মধ্যে অনেকটাই এগিয়ে কোভিশিল্ড। করোনার (Corona Virus) বিরুদ্ধে প্রথামিকভাবে জোর লড়াই দিতে সক্ষম এই ভ্যাকসিন বলেই এখনও পর্যন্ত দাবি করা হচ্ছে। তবে সত্যিই এর প্রভাব কতখানি, ট্রায়াল শেষের আগে তা বলা সম্ভব নয়। পুনাওয়ালার কথায়, “সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই ট্রায়াল শেষ হয়ে যাবে। তাহলে জানুয়ারিতেই ভারতে আত্মপ্রকাশ করবে এই ভ্যাকসিন। তবে ব্রিটেনের ট্রায়ালের উপর পুরোটা নির্ভর করছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘ঘরে ঢুকে ভারতকে মেরেছি’, পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্য পাকিস্তানের মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ