Advertisement
Advertisement
Mulayam Singh Yadav

নগদ-জমা-গাড়ি-গয়না মিলিয়ে কত কোটির সম্পত্তি রেখে গেলেন মুলায়ম? উত্তরসূরিই বা কারা?

৮২ বছর বয়েসে প্রয়াত উত্তরপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী।

Owner of property worth CRORES, leaves behind THIS much of WEALTH By Mulayam Singh Yadav | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 10, 2022 6:11 pm
  • Updated:October 10, 2022 6:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার ভারতীয় রাজনীতিতে নক্ষত্রপতন হয়েছে। প্রয়াত হয়েছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) তিনবারের মুখ্যমন্ত্রী, সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav)। ভারতীয় রাজনীতির দাপুটে ‘নেতাজি’ মৃত্যুকালে প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন। ২০১৯ সালের লোকসভা ভোটে যে হলফনামা জমা দিয়েছিলেন মুলায়ম তা থেকে তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির খতিয়ান জানা গিয়েছে।

২০১৯ লোকসভা ভোটের সময় নির্বাচন কমিশনকে যে হলফনামা দিয়েছিলেন মুলায়ম সিং যাদব, সেই খতিয়ান রীতিমতো চমকে দেওয়ার মতো। ওই হলফনামা বলা হয়েছে, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা নেতার স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ১৬ কোটি ৫২ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকার সম্পত্তির মালিক। ২০১৯ লোকসভা ভোটের সময় মুলায়মের ব্যাঙ্কে ছিল ৫৬ লক্ষ টাকা। এছাড়া ওই সময় ১৬ লক্ষ টাকা নগদ হাতে ছিল তাঁর। নেতার সম্পত্তির খতিয়ান বলছে, ৭ কোটির কৃষি জমি রয়েছে তাঁর। অকৃষিজমি রয়েছে প্রায় ১০ কোটি টাকার। এছাড়াও উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে বাড়ি রয়েছে মুলায়মের। এইসঙ্গে তিনি ৭ কেজি ৫০ গ্রাম সোনার গয়নার মালিক। যার মূল্য ২ কোটি ৪১ লক্ষ ৫২ হাজার ৩৬৫ টাকা।

Advertisement

[আরও পড়ুন: অসুস্থ মায়ের দেখাশোনার দায়িত্বে থাকা সেবিকার সঙ্গে প্রেম, তাঁকেই স্ত্রীর মর্যাদা দেন মুলায়ম!]

দরিদ্র পরিবার থেকে ভারতীয় রাজনীতির লাইমলাইটে উঠে এসেছিলেন মুলায়ম সিং যাদব। বলা বাহুল্য পরবর্তী প্রজন্ম সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিলেন। এখন মুলায়মের প্রয়াণের পর সমস্ত সম্পত্তির মালিক হবেন তাঁরা। যদিও বিপুল সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, দু’ বার বিয়ে করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রথম স্ত্রী মালতীদেবীর ছেলে অখিলেশ যাদব (Akhilesh Yadav)। অখিলেশের স্ত্রী হলেন ডিম্পল যাদব।

[আরও পড়ুন: ‘আপনারা তখন অস্ত্র দেননি’, রুশ হাতিয়ার নিয়ে পশ্চিমকে কড়া বার্তা জয়শংকরের]

২০০৩ সালে মালতীদেবীর মৃত্যু হয়। সেই বছরই সাধনা গুপ্তকে স্ত্রীর মর্যাদা দেন মুলায়ম। যদিও ১৯৮৬ সালে চন্দ্রপ্রকাশ গুপ্তকে বিয়ে করেছিলেন সাধনা। বিয়ের এক বছরের মাথায় ছেলে প্রতীকের জন্ম হয়। বিয়ে ভেঙে যাওয়ার পরও প্রাক্তন স্বামীর পদবীতেই পরিচিত ছিলেন সাধনা। তবে তাঁর ছেলে প্রতীক ব্যবহার করেন মুলায়ম সিং যাদবের পদবী। জানা যায়, প্রতীকের সঙ্গে কোনও দিন মধুর সম্পর্ক ছিল না অখিলেশ যাদবের। প্রতীক অবশ্য রাজনীতিতে পা রাখেননি। তাঁর স্ত্রী অপর্ণা অবশ্য সক্রিয় রাজনীতিতে যুক্ত। সব মিলিয়ে মুলায়মের প্রয়াণের পর উত্তরপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রীর রেখে যাওয়া কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে জটিল পারিবারিক বিবাদের আশঙ্কা প্রবল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement