সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড নিয়ে বিতর্ক উসকে দিলেন হায়দরাবাদের সাংসদ ও এআইএমআইএম প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েইসি। সম্প্রতি পুনের এক জনসভায় গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে শীর্ষস্থানীয় ‘হিন্দুরত্ন জঙ্গি’ আখ্যা দিয়ে ওয়েইসি বলেন, ‘আমিও মরতে ভয় পাই না।’
মুসলিম এই নেতার দাবি, কোনও মুসলিমই ভারতকে বিক্রি করে দিতে চাননি। বরং স্বাধীনতার পর থেকে এ দেশের মুসলিমরা শোষিত ও নিষ্পেষিত হয়ে এসেছেন। ওয়েইসি বলছেন, ‘গত ৭০ বছর ধরে আমাদের ভয় দেখানো হচ্ছে। কিন্তু আমরা আর ভয় পাই না। শত্রু বড়জোর আমাদের মেরে ফেলবে! কিন্তু আমরা যদি বাঁচি, তাহলে এ দেশেই বাঁচব। যদি মরিও, তাহলেও এ দেশেই মরব।’ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আর্ট অফ লিভিং-এর প্রাণপুরুষ শ্রী শ্রী রবিশংকরের বিতর্কিত মন্তব্যের পালটা দিলেন ওয়েইসি। কয়েকদিন শ্রী শ্রী রবিশংকর মন্তব্য করেন, অযোধ্যা বিবাদের সমাধান না হলে ভারত দ্রুতই সিরিয়া হয়ে যাবে। ওয়েইসির বক্তব্য এ দেশের সৎ মুসলিমদের প্রতি হুমকিরই নামান্তর।
হায়দরাবাদের সাংসদের স্পষ্ট বক্তব্য, ‘মুসলিমরা পাকিস্তানেও যাবে না, সিরিয়াতেও যাবে না। যাঁদের পাকিস্তানে যাওয়ার ইচ্ছা হয়েছিল, তাঁরা দেশভাগের সময়ই চলে গিয়েছেন। আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন। তাঁরা স্লোগান দিয়েছিলেন, হিন্দুস্তান জিন্দাবাদ।’ পুনেতে সমাবেশে ভাষণ দিতে গিয়ে এই মুসলিম নেতা বহু বিতর্কিত তিন তালাক বিলের বিরুদ্ধেও সরব হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, ‘আপনি কি চোখ থাকতেও অন্ধ মোদিজি? আপনি এ দেশের মুসলিম মহিলাদের জন্য ভাল করছেন না। আপনি তাঁদের শত্রু। আমি তাঁদের অবিচার পাওয়ার রাস্তা পাকা করে দিচ্ছেন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.