Advertisement
Advertisement
Owaisi like Jinnah

‘ওয়েইসি জিন্নার মতোই, AIMIM’কে ভোট দিলে ভারত বিরোধিতা করা হবে’, বিস্ফোরক তেজস্বী সূর্য

হায়দারবাদের সাংসদ শুধু রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিতে ব্যস্ত বলেও কটাক্ষ তাঁর।

‘Owaisi like Jinnah; voting for AIMIM a vote against India’: Tejasvi Surya। Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:November 23, 2020 11:09 pm
  • Updated:November 24, 2020 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের এনডিএ সরকার পুনরায় ক্ষমতায় ফেরার পর বিরোধী সবাই ‘ভোট কাটোয়া’ আসাদউদ্দিন ওয়েইসিকেই দায়ী করেছিল। তাঁকে বিজেপি এজেন্ট বলেও দাবি করেন অনেক নেতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নাম না করে হায়দারবাদের সাংসদের দলের থেকে রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলেছিলেন। সোমবার সেই আসাদউদ্দিন ওয়েইসিকে মহম্মদ আলি জিন্নার সঙ্গে তুলনা করলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি ও বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)’কে ভোট দিলে ভারতের বিরোধিতা করা হবে বলেও উল্লেখ করলেন।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হায়দরাবাদের সাংসদের তীব্র সমালোচনা করেন তেজস্বী সূর্য (Tejasvi Surya)। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আকবরউদ্দিন ও আসাদউদ্দিন ওয়েইসি যখন উন্নয়নের কথা বলেন তখন খুব হাসি পায়। কারণ, তাঁরা ওল্ড হায়দরাবাদে কোনও উন্নয়নমূলক কাজ বা পরিকাঠামোর কাজ করতে দেন না। সেখানকার মানুষ শুধুমাত্র রোহিঙ্গা মুসলিমদের আশ্রয়দাতা হিসেবেই তাঁদের চেনে। তাই উন্নয়ন নিয়ে কোনও কথা বলা ওনাদের মুখে মানায় না। ওয়েইসিকে দেওয়া প্রতিটি ভোটের অর্থ হল ভারত ও এই দেশ যা করছে তার বিরুদ্ধে ভোট দেওয়া।’

[আরও পড়ুন: BSF-এর তৎপরতায় বানচাল অনুপ্রবেশের ছক, কাশ্মীরে খতম পাকিস্তানি জঙ্গি]

এরপরই আসাদউদ্দিন ওয়েইসিকে মহম্মদ আলি জিন্নার সঙ্গে তুলনা করে বিজেপি যুব মোর্চার সভাপতি বলেন,’আসাদউদ্দিন ওয়েইসি ইসলামিক মৌলবাদীদের ভাষায়, বিচ্ছিন্নতাবাদ ও উগ্রবাদের কথা বলেন। একসময়ে যে ভাষাতে কথা বলতেন মহম্মদ আলি জিন্না।’

[আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে দেশে বন্ধ রেল পরিষেবা! ভাইরাল মেসেজ নিয়ে কী জানাল কেন্দ্র?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement