Advertisement
Advertisement

নাচতে ভালবাসেন? তবে এই আঙ্কলের ডান্স স্টেপে পা মেলাতেই হবে আপনাকে

ঢল নেমেছে নাচ নকল করে ফেসবুকে পোস্টের৷

Overnight sensation ‘dancing uncle’ takes internet by storm
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2018 3:05 pm
  • Updated:June 2, 2018 3:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এখন খুবই অ্যাকটিভ নেটিজেনরা৷ প্রায় প্রত্যেকদিনই কোনও না কোনও ভাইরাল ভিডিও ফেসবুকে আমাদের নজরে আসে৷ তবে ভোপালের বাসিন্দা সঞ্জীব শ্রীবাস্তব যা করেছেন তা দেখে কার্যত অবাক গোটা দেশ৷ ভিডিওর প্রভাব একটাই পড়েছে যে খোদ টুইট করে ভিডিওর প্রশংসা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷

পেশায় শিক্ষক সঞ্জীব শ্রীবাস্তব কিশোর বয়স থেকেই বলিউড সুপারস্টার গোবিন্দার ভক্ত৷ গোবিন্দার গান, তাঁর নাচ, নাচের স্টাইল সবেতেই মাতোয়ারা ছিলেন তিনি৷ গোবিন্দা-রবিনা টন্ডন জুটির কোনও সিনেমাই এখনও পর্যন্ত বাদ পড়েনি তাঁর৷ এহেন সঞ্জীব বাবু সম্প্রতি যান একটি অনুষ্ঠান৷ সেখানে গিয়ে গোবিন্দার বিখ্যাত গান ‘আপকে আজানে সে’-তে নাচতে থাকেন তিনি৷ কেবল তিনি একাই নন, তাতে অংশগ্রহণ করেন শ্রীমতি শ্রীবাস্তবও৷ হুবহু, গোবিন্দার মতো নাচলেন এই স্কুল শিক্ষক, সঙ্গে বাদ পড়ল না রবিনা টান্ডনের ডান্স স্টেপসও৷ সেটাও নিজেই করলেন তিনি৷ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীকে হাততালি দিয়ে উৎসাহ দেন স্ত্রী৷ সঞ্জীব শ্রীবাস্তবের সেই ভিডিওই ছড়িয়ে পড়তে থাকে ফেসবুকের ওয়ালে ওয়ালে৷ রাতারাতি ভাইরাল৷

মিনিটের মধ্যে শিক্ষক সঞ্জীব শ্রীবাস্তব নেটিজেনদের কাছে হয়ে ওঠেন ‘ডান্সিং আঙ্কল’৷ এমনকি তাঁর নাচের প্রতিটি স্টেপ নকল করে ফেসবুকে আপলোড করতে থাকেন অনেকে৷ নাচের ভিডিওর প্রচার এতই হয়েছে যে তা গিয়ে পৌঁছে গিয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে৷ ভিডিওটি নিজে টুইটারে পোস্ট করে, প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement