Advertisement
Advertisement

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবোঝাই বাস, বাড়ছে মৃতের সংখ্যা

নিহত ও আহতদের আর্থিক সাহায্য ঘোষণা প্রশাসনের৷

Overloaded bus plunges into gorge in Jammu Kashmir
Published by: Sayani Sen
  • Posted:September 14, 2018 5:20 pm
  • Updated:September 14, 2018 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাদে যাত্রীবোঝাই বাস উলটে জখম ১৭ জন যাত্রী৷ ১৬ জন যাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ বাসটিতে অতিরিক্ত যাত্রী থাকার জেরেই এই দুর্ঘটনা বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের৷ জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারের এই দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে প্রশাসন৷

[বিজেপি বিরোধীদের ছন্দপতন, দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেরুয়া ঝড়]

শুক্রবার সকালে ওই বাসটি কেশওয়ান থেকে কিস্তওয়ারের উদ্দেশে রওনা হয়৷ সেই সময় বাসে ছিলেন অন্তত ৪০ জন যাত্রী৷ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কিস্তওয়ারের কাছে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়৷ স্থানীয় বাসিন্দাদের মুখে মুখেই  দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে৷ খবর পৌঁছায় পুলিশের কাছে৷ তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ৷ সেনা আধিকারিকরাও উদ্ধারকাজে হাত লাগান৷ পরমহংস ও এমআই ভি-৫ চপারে করে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করা হয়৷ পরমহংস চপারে উদ্ধার করা হয় তিনজনকে৷ ওই গভীর খাদ থেকে একে একে মোট ৩৩ জনকে উদ্ধার করা হয়৷ তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ ১৭ জনকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ৷ বাকি ১৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ প্রত্যেকেরই চিকিৎসা চলছে৷ পুলিশকর্তা রাজেন্দ্র গুপ্তা  নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন৷ নিহতদের পরিবারের প্রতি পাঁচ লক্ষ টাকা ও আহতদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে৷  

[ইসরোর গবেষককে নির্যাতন, পুলিশকে ৫০ লক্ষ টাকা জারিমানা সু্প্রিম কোর্টের]

এই নিয়ে চলতি মাসে তৃতীয়বার বড়সড় দুর্ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে৷ ২১ আগস্ট বড়সড় পথ দুর্ঘটনার সাক্ষী ছিল এই এলাকা৷ নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি একটি পাথরে ধাক্কা মারে৷ একটি গাড়ি খাদে পড়ে যায়৷ ওই দুর্ঘটনায় সাতজন মারা গিয়েছেন৷ বাকি বারোজন গুরুতর জখম হন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement