সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটানা কান্নায় অতিষ্ঠ হয়ে সদ্যোজাতকে আবর্জনার স্তূপে ছুঁড়ে ফেলল মা। এমনই শিউড়ে ওঠা ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির বিনোদপুরা এলাকায়। অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম নেহা। তবে আবর্জনায় পড়েই শিশুকন্যার মৃত্যু হয়নি। অভিযোগ, গত শুক্রবার ২৫ দিনের শিশুকন্যাকে রাগের বশে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে নেহা। সেখানে গোটা একদিন জীবিতই ছিল শিশুটি। শনিবার তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় শিশুটির।
জানা গিয়েছে, ২৫ দিনের শিশুকন্যা সব সময় কান্নাকাটি করত। এই কান্না দেখে অতিষ্ঠ হয়ে পড়ে নেহা। এক প্রকার রাগ করেই মেয়েকে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে। তবে এহেন কুকীর্তির খবর কাউকে জানায়নি। এদিকে দুধের শিশুকে বাড়িতে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত শুক্রবার বিকেলে থানায় অপহরণের অভিযোগ দায়ের হয়। তখনও চুপ করেছিল নেহা। সম্ভাব্য সব জাগায় খোঁজাখুঁজির পর একে একে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় পুলিশ। সেই সময় এক প্রত্যক্ষদর্শীই জেরায় জানায়, ঘটনার দিন কিছু একটা জিনিস জঞ্জালের স্তূপে ছুঁড়ে ফেলছিল নেহা। এরপরই নেহাকে জেরা শুরু হয়। উপর্যুপরি জিজ্ঞাসাবাদের মধ্যেই ভেঙে পড়ে নেহা। নিজের দোষ স্বীকার করে নেয়। কোন জায়গায় মেয়েকে ছুঁড়ে ফেলেছে তাও জানায়। তড়িঘড়ি পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এলবিএস হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জিটিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির।
তদন্তকারী অফিসার জানিয়েছেন, আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলায় শিশুটি মেরুদণ্ডে চোট পেয়েছে। বেশ কয়েকটি হাড়ে চিড়ও ধরেছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.