সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
এই হল মধ্যপ্রদেশের সাম্প্রতিক কনস্টেবল নিয়োগের বিজ্ঞাপনের ফল৷ যার মাস মাইনে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা৷ সঙ্গে অ্যাডিশনাল গ্রেড পে ১,৯০০৷ যার জন্য পড়ে গিয়েছে আবেদনের হুড়োহুড়ি৷ আবেদনের এই তালিকা থেকে বাদ যায়নি পিএইচডি ডিগ্রিধারী, ইঞ্জিনিয়াররাও৷ সবার একটাই চাহিদা, সরকারি চাকরি চাই!
সরকারি চাকরির এহেন চাহিদা নতুন নয়, এর আগেও দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকারের ফরেস্ট গার্ডের শূন্যপদ পূরণের ক্ষেত্রে৷ সেক্ষেত্রেও চাকরিপ্রার্থীর তালিকায় ঠাঁই পেয়েছিলেন পিএইচডি, ইঞ্জিনিয়ার, স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীরা৷ এবারে মধ্যপ্রদেশে সেই চালচিত্র ফের প্রকাশ্যে আসায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে৷ মধ্যপ্রদেশ প্রফেশনাল এগজামিনেশন বোর্ডের ডিরেক্টর ভাস্কর লক্ষকারের অবশ্য বক্তব্য, ”আমাদের কাজ পরীক্ষা নেওয়া, তাঁর বিচার-বিশ্লেষণ করা নয়৷” তাই ১৭ই জুলাই উচ্চ মাধ্যমিক পাশদের সঙ্গে কনস্টেবল হওয়ার লড়াইয়ে নামবেন পিএইচডি ডিগ্রিধারী, ইঞ্জিনিয়াররাও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.