সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত ছবি ‘কেরল স্টোরি’তে দাবি করা হয়েছে, এক দশকের কিছু বেশি সময়ে কেরল (Kerala) থেকে ৩২ হাজার মহিলা নিরুদ্দেশ হয়েছেন। এবার মহারাষ্ট্রের (Maharashtra) আতঙ্ক জাগানো তথ্য সামনে এল। রাজ্য মহিলা কমিশন (Maharashtra Women Commission) জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে মহারাষ্ট্রে ঘরছাড়া হয়েছেন ৫, ৬০০ জন মহিলা। অধিকাংশের বয়স ১৮-২৫-এর মধ্যে। এই ঘটনা সিনেমার স্ক্রিপ্ট নয় মোটেই। ফলে আশঙ্কায় প্রশাসন।
সোমবার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন রুপালি চাকানকর গভীর উদ্বেগের সঙ্গে জানান, জানুয়ারি মাসে নিরুদ্দেশ হয়েছেন ১,৬০০ মহিলা, ফেব্রুয়ারিতে ১,৮১০ এবং মার্চে সংখ্যাটা ২,২০০ জন। বাড়ির লোকেদের না জানিয়ে ঘরছাড়া হয়েছেন এই মহিলারা। রুপালি বলেন, “দিনকে দিন এই সংখ্যাটা বাড়ছে। এটা গভীর উদ্বেগের বিষয়।” মহিলা কমিশনের তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে প্রতিদিন গড়ে ঘরছাড়া হন ৭০ জন মহিলা। ২০২০-২৩ সালের মধ্যে মহারাষ্ট্র সেই রাজ্য যেখানে সব থেকে বেশি মহিলা নিখোঁজ হয়েছেন।
পুলিশের দাবি, অধিকাংশ ক্ষেত্রে পরিবার লোকারা জানেন, ঠিক কোন কারণে ঘরছাড়া হয়েছেন মেয়ে। কিন্তু তাঁরা তা প্রকাশ্যে আনেন না। বেশ কিছু এনজিও এই বিষয়ে কাজ করছে, কীভাবে মেয়ের সঙ্গে মিশলে তাঁরা মনের কথা খুলে বলবে বাবা-মাকে। এই বিষয়ে কাউন্সিলিং করে থাকা তারা। মনোবিদরা বাবা-মায়েদের বোঝান। যা মানলে ভাল ফল মিলবে বলেই ধারণা পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.