সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ আরও খারাপ আকার নিচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। লাগাতার বৃষ্টির জেরে কার্যত ভেসে গিয়েছে অসমের ১৫টি জেলা। বন্যায় রাজ্যের একাধিক জায়গা থেকে অন্তত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১.৬১ লক্ষের বেশি মানুষ। ত্রাণের পাশাপাশি বন্যা দুর্গতদের উদ্ধারের কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
অসমের দুর্যোগ মোকাবিলা বাহিনীর (ASDMA) তরফে জানানো হয়েছে, বন্যার (Flood) জেরে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের করিমগঞ্জ জেলা। শুধুমাত্র এখানেই প্রায় দেড় লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। পাশাপাশি সরকারি সূত্রে খবর, এই বন্যায় ১ হাজার ৩৭৮ হেক্টর ফসলের জমি নষ্ট হয়েছে। মৃত্যু হয়েছে অসংখ্য গবাধি পশুর। জনমগ্ন অবস্থায় রয়েছে ৪৭০টি গ্রাম। বন্যার তোড়ে ভেসে গিয়েছে বাঁধম, রাস্তা, সেতু। বেশিরভাগ জায়গাতেই বন্ধ হয়েছে যোগাযো ব্যবস্থা। অন্যদিকে, মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টির জেরে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। গাইনাচড়া-সহ একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। গাইনাচড়ায় ভূমিধসের জেরে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
পরিস্থিতি সামাল দিতে অসমের দুর্যোগ মোকাবিলা বাহিনীর সঙ্গে কোমর বেঁধে উদ্ধারকাজে নেমেছে এসডিআরএফ। উদ্ধারকারীদের তরফে জানা গিয়েছে, অসমের ৪৩টি ত্রাণ শিবিরে ৫ হাজার ১১৪ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তবে উদ্বেগ কাটছে না কোনওভাবেই। কামপুরের কোপিলি নদীর জল বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিশ্বনাথ, লখিমপুর, হোজাই, বঙ্গাইগাঁও, নলবেড়ি, তামুলপুর, উদলগুড়ি, ধেমাজি, করিমগঞ্জ, গোয়ালপাড়া, নগাঁও, চিরং এবং কোকরাঝাড় জেলা বর্তমানে বন্যা কবলিত অবস্থায় রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.