Advertisement
Advertisement
(public grievances)

এক বছরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ২২ লক্ষ অভিযোগ, রাজ্যসভায় জানালেন মন্ত্রী

এরমধ্যে মাত্র ১০ লক্ষ ২৩ হাজার ৩০০টি অভিযোগের সমাধান বাকি রয়েছে।

Over 22 lakh public grievances, highest in last 3 years, received in 2020 | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 4, 2021 3:08 pm
  • Updated:February 4, 2021 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এক বছরে সরকারের বিরুদ্ধে ২২ লক্ষের বেশি অভিযোগ (public grievances) জমা পড়েছে সরকারি পোর্টালে। যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার রাজ্যসভায় এ কথা জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

সরকারি তথ্য অনুযায়ী, সেন্ট্রাল পাবলিক গ্রিভেন্স রিঅ্যাড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেমে ২০২০ সালে ২২ লক্ষ ৭১ হাজার ২৭০ অভিযোগ জমা পড়েছে। ২০১৯ সালে ১৮ লক্ষ ৬৭ হাজার ৭৫৮টি অভিযোগ জমা পড়েছিল। ২০১৮ সালে সংখ্যাটা ছিল আরও কম। মাত্র ১৫ লক্ষ ৮৬ হাজার ৪১৫টি। এর মধ্যে অধিকাংশ সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ওই কেন্দ্রীয় মন্ত্রী। মাত্র ১০ লক্ষ ২৩ হাজার ৩০০টি অভিযোগের সমাধান বাকি রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: গাজিপুরের ধরনা মঞ্চে যেতে বাধা সৌগত রায়কে, ১৫ সাংসদকে ফেরত পাঠাল পুলিশ]

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আরও জানিয়েছেন, সমস্যা সমাধান করতে নিয়মিত বৈঠকে বসছেন মন্ত্রকের কর্মীরা। তাঁরা অভিযোগের উপর নিয়মিত নজর রাখছেন। সেই সমস্যা মেটানোর চেষ্টাও করা হচ্ছে। চলতি বছরের শুরুতেই ৫ জানুয়ারি বৈঠকে বসেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রকের কর্মীরা। জিতেন্দ্র আরও জানিয়েছেন, প্রতিটি বিভাগেই অভিযোগ জমা করার ব্যবস্থা রয়েছে। সেখান থেকেও সমস্যা সমাধান করা হয়।

তবে মাত্র একবছরে জমা হওয়া অভিযোগের সংখ্যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে ওয়াকিবহাল মহল। তাদের কথায়, বিভিন্ন ক্ষেত্রে সরকারি পরিষে্বা ব্যাহত হচ্ছে। অথবা অভ্যন্তরীণ কারণে পরিষেবা পাচ্ছে না আমজনতা। তাই দিন দিন সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। এই অভিযোগের পাহাড় তারই প্রমাণ।

[আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ নিয়ে ‘আশ্বস্ত’ করেছে চিন, লোকসভায় জানাল কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement