Advertisement
Advertisement

৭৫ বছর বাদে কুম্ভ মেলায় সামিল কাশ্মীরি পণ্ডিতরা

৭৫ বছর পর উপত্যকার মাটিতে দশর কুম্ভের মেলায় সামিল হলেন ২০ হাজার কাশ্মীরী পণ্ডিত৷

Over 20,000 Kashmiri Pandits Celebrate Kumbh Mela For The First Time In 75 Years
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2016 3:11 pm
  • Updated:June 16, 2016 3:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনবেন বলে আশ্বাস দিয়েছিলেন মেহবুবা মুফতি৷ সেই পথে কিছুটা হলেও এগোলেন জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী৷ ৭৫ বছর পর উপত্যকার মাটিতে দশর কুম্ভের মেলায় সামিল হলেন ২০ হাজার কাশ্মীরি পণ্ডিত৷

শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার দূরে গন্দরবাল জেলার শাদিপুরের কাছে মিলিত হয়েছে ঝিলম ও সিন্ধ নদী৷ এই সঙ্গমস্থলই প্রাচীনকাল থেকে পুণ্যকুম্ভ কাশ্মীরি পণ্ডিতদের কাছে৷ ঝিলম-সিন্ধের জলে ডুব দিয়েই মুক্তির স্বাদ পান তাঁরা৷ এমনকি মৃত্যুর পর এখানেই অস্থি বিসর্জন দেওয়ার নিয়ম পণ্ডিতদের৷

Advertisement

এতকাল অশান্ত কাশ্মীরের সেই স্থানে প্রবেশ করতে পারেননি তাঁরা৷ তবে, এবারে কড়া নিরাপত্তা দিয়েছিল জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী৷ স্থানীয় মুসলিম বাসিন্দারাও এগিয়ে আসে সাহায্যের জন্য৷ নিজেদের রমজানের উপোসের মধ্যেও মেলায় হরেকরকমের পসরা সাজিয়ে বসেছিলেন তাঁরা৷ এমনকি নদী পারাপারের জন্য নৌকোরও বন্দোবস্ত করে দেন৷ স্থানীয়দের উদ্যোগেই এত বছর বাদে কুম্ভ মেলায় সামিল হতে পারলেন কাশ্মীরি পণ্ডিতেরা৷ এবারে অপেক্ষা নিজভূমে ফেরার৷

Kumbh-1

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement