সোমনাথ রায়, নয়াদিল্লি: পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই দাপট বাড়ল উত্তুরে হাওয়ার। আর তাতেই পারদ পতন উত্তর ভারতের একাধিক রাজ্যে। সঙ্গে ঘন কুয়াশা। যার জেরে ট্রেন ও বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট ২০২টি বিমান দেরিতে চলছে। দৃশ্যমানতা কার্যত শূন্যে নেমে এসেছে। দিল্লিগামী প্রায় ২৪টি ট্রেন দেরিতে চলছে। বহু ট্রেনের যাত্রার সময় বদল করা হয়েছে। দিল্লি, লখনউ, বেঙ্গালুরু, অমৃতসর ও গুয়াহাটিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দিল্লির সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সম্ভাব্য সর্বনিম্ন ৭.৬ ডিগ্রি। যা এই মরশুমে রাজধানীর পঞ্চম শীতলতম দিন। সঙ্গে ৮ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা থাকবে বলে জানা গিয়েছে।
#WATCH | Delhi: Dense fog engulfs the national capital as cold wave grips the city.
(Visuals from Akshardham) pic.twitter.com/ePXNPWLPGO
— ANI (@ANI) January 3, 2025
জানা যাচ্ছে, সকাল ৮টা নাগাদ দিল্লির পালাম এয়ারপোর্টে দৃশ্যমানতা শূন্যতে নেমে আসে। অন্যদিকে, নয়াদিল্লির সফদরজং বিমানবন্দরে দৃশ্যমানতা ৫০ মিটারে নামে। দুটি বিমানবন্দরেই বাণিজ্যিক বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। খারাপ আবহাওয়ার জেরে স্পাইসজেট, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার বিমান দেরিতে চলছে। স্পাইসজেটের তরফ থেকে জানানো হয়েছে, অমৃতসর ও গুয়াহাটিতে খারাপ আবহাওয়ার জন্য তাদের সংস্থার বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। ইন্ডিগো দিল্লি, অমৃতসর, বেঙ্গালুরু, গুয়াহাটি রুটে বিমান চলাচলে বিশেষ নির্দেশিকা জারি করেছে। দৃশ্যমানতা বা আবহাওয়ার উন্নতি না হলে বিমান বাতিল করা হতে পারে বলেও যাত্রীদের জানিয়েছে বেশ কয়েকটি এয়ারলাইন্স।
Update issued at 06:35 hours.
Kind attention to all flyers!#Fog #FogAlert #DelhiAirport pic.twitter.com/IAEHvyua0w— Delhi Airport (@DelhiAirport) January 3, 2025
শুধু বিমান নয়, খারাপ আবহাওয়ার জন্য ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে। দিল্লিগামী প্রায় ২৪টি ট্রেন দেরিতে চলছে। অযোধ্যা এক্সপ্রেস ৪ ঘণ্টা দেরিতে চলছে। এদিকে গোরখধাম এক্সপ্রেস দুই ঘণ্টারও বেশি দেরিতে চলছে। বিহার ক্রান্তি এক্সপ্রেস এবং শ্রম শক্তি এক্সপ্রেস তিন ঘণ্টারও বেশি দেরিতে চলছে খবর।
#WATCH | Delhi: Several trains delayed at New Delhi railway station due to fog as coldwave grips the city.
(Visuals from New Delhi Railway station) pic.twitter.com/NucZl6ZCGQ
— ANI (@ANI) January 3, 2025
শুক্রবার দিল্লি, অমৃতসর, বেঙ্গালুরু, গুয়াহাটি, লখনউ ঘন কুয়াশার সর্তকবার্তা জারি করেছে মৌসম ভবন। হিমাচল প্রদেশের একাংশ ও লাদাখে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গেও। কাঁপছে কলকাত-সহ দক্ষিণবঙ্গ। শুক্রবার কলকাতার সর্বনিম্ম তাপামাত্রা ১৩.২ ডিগ্রি। পিছিয়ে নেই উত্তরবঙ্গও। জলপাইগুড়ির তাপমাত্রা আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে শুক্রবার জলপাইগুড়ির মরশুমের সবচাইতে শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা এসে নেমেছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.