Advertisement
Advertisement

মুম্বইয়ে বিমান বিভ্রাটে আটকে ১৫৮ যাত্রী, বিভ্রান্তিকর সাফাই সংস্থার

নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরেও ছাড়েনি উড়ান৷

Over 150 passangers stranded at Mumbai airport due to technical fault
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2018 4:01 pm
  • Updated:June 3, 2018 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান বিভ্রাটের জেরে মুম্বই বিমানবন্দরে কয়েক ঘণ্টা ধরে আটকে ১৫৮ জন যাত্রী৷ তারা প্রত্যেকেই জেট এয়ারওয়েজের ৯ ডাব্লিউ-২৩১৪ মুম্বই-আমেদাবাদ এয়ারবাসের যাত্রী৷ সংবাদ সংস্থা এএনআই সুত্রে খবর, ওই যাত্রীদের ফ্লাইটের নির্ধারিত সময় ছিল রবিবার সকালে৷ কিন্তু কোনও অজ্ঞাত কারণে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরেও ছাড়েনি উড়ান৷ এতে রীতিমতো ক্ষুব্ধ যাত্রীরা বিমানবন্দর চত্বরেও বিক্ষোভ দেখান৷

প্রাথমিকভাবে বিমান সংস্থার তরফে জানানো হয় আমেদাবাদ বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের কাজের জন্য অবতরণ সম্ভব নয় তাই উড়ানের সময় পিছিয়ে দেওয়া হয়েছে৷ পরে জানা যায়, আমেদাবাদ বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের কাজ হওয়ার কথা ছিল সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত৷ এরপর স্বাভাবিক হওয়ার কথা ছিল পরিষেবা৷ মু্ম্বই থেকে আমেদাবাদ যেতে কমবেশি ১ ঘণ্টা ৫ মিনিট সময় লাগে৷ সেই হিসেবেও দুপুর দুটো নাগাদ উড়ানটি রওনা হওয়া উচিত ছিল৷ কিন্তু বেলা ৩টে পেরিয়ে গেলেও যাত্রীদের কোনও সদুত্তর দিতে পারেনি বিমান সংস্থা৷ এরপরই বিক্ষোভ দেখান যাত্রীরা৷

[নাচেই মন কাড়লেন, পুরসভার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ‘ডান্সিং আঙ্কল’]

পরে বিমানসংস্থার তরফে জানানো হয়, আমেদাবাদ বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের জন্য নয়, আসলে কারিগরি সমস্যার জন্যই দেরিতে ছাড়া হয়েছে উড়ান৷ রক্ষণাবেক্ষণ চলাকালীনও স্পাইসজেটের বিমানটিকে বিশেষ অবতরণের অনুমতি দিয়েছিল আমেদাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ৷ তবে, কারিগরি সমস্যার জন্য বিমান রওনা করানো সম্ভব হয়নি৷ এরপর আরও যাত্রীদের ক্ষোভ আরও বাড়ে৷ কদিন আগেই মুম্বই থেকে কলকাতাগামী একটি বিমানের কয়েকশো যাত্রীকে হয়রানির শিকার হতে হয়েছিল৷ নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা পরে ছেড়েছিল বিমান৷ গভীর রাত পর্যন্ত বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছিল যাত্রীদের৷ সংস্থার তরফে যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যপারটিও উপেক্ষিত ছিল বলে অভিযোগ৷ এমনকি অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছিল বলেও যাত্রীদের অভিযোগ৷

[পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি, অমৃতসরে খুন কংগ্রেস কাউন্সিলর]

শুধু স্পাইসজেটের নয়, রবিবার সকাল থেকে অন্য সংস্থারও বিমান পরিষেবা ব্যহত৷ সকাল সাড়ে ৮টা থেকে বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার বেশ কিছু যাত্রী৷ মুষলাধারে বৃষ্টিপাতের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু উড়ান বাতিলও করা হয়েছে৷ আগামী কয়েকদিন এই সমস্যা চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement