Advertisement
Advertisement

Breaking News

Pragya Thakur

মন্তব্যে সাম্প্রদায়িকতার বিষ! প্রজ্ঞা ঠাকুরের শাস্তির দাবিতে খোলা চিঠি শতাধিক প্রাক্তন আমলার

প্রজ্ঞার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন, লোকসভার স্পিকারকে অনুরোধ প্রাক্তন আমলাদের।

Over 100 former bureaucrats on Saturday sought action against Pragya Thakur | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:January 8, 2023 11:36 am
  • Updated:January 8, 2023 11:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর অভিযোগ। বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের (Pragya Singh Thakur) শাস্তির দাবিতে এবার একযোগে সরব হলেন দেশের শতাধিক প্রাক্তন আমলা। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তাঁদের অনুরোধ, প্রজ্ঞার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক।

আসলে কিছুদিন আগে কর্ণাটকে হিন্দু জাগরণ মঞ্চের এক সম্মেলনে কোনও রাখঢাক না করে সরাসরি হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান দিয়েছিলেন বিজেপি (BJP) সাংসদ। সেখানে তিনি বলেন, প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার আছে। কেউ যদি জোর করে কারও ঘরে ঢুকে পড়ে, তবে অনুপ্রবেশকারীকে প্রতিহত করে জবাব দেওয়ার অধিকার নিশ্চিতই আছে সকলের। আর তাই হিন্দু সম্প্রদায়ের উচিত ঘরে যেন ধারালো অস্ত্র রাখা। নিদেনপক্ষে একটা সবজি কাটার ছুরি যেন থাকে। কেননা কখন কী পরিস্থিতি তৈরি হয় তার ঠিক নেই, এমনটাই মত নেত্রীর।

Advertisement

[আরও পড়ুন: ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত, অব্যাহত শৈত্যপ্রবাহ, দৃশ্যমানতার অভাবে দেরিতে ২০ উড়ান]

দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ, প্রাক্তন বিদেশ সচিব শিবশঙ্কর মেনন-সহ মোট ১০৩ জন প্রাক্তন আমলা প্রজ্ঞার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। খোলা চিঠিতে তাঁরা বলছেন, প্রজ্ঞার এই মন্তব্য অহিন্দু জাতির মানুষের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর উদ্দেশে করা। সংসদ দেশের আইন প্রণয়ণ করে। সুতরাং, সংসদের একটা নৈতিক দায়িত্ব থেকে যায়। আইনসভার কোনও সদস্য এভাবে সংবিধান ভঙ্গ করতে পারেন না।

[আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গিদমনে বিরাট সাফল্য সেনার, খতম দুই জেহাদি]

প্রজ্ঞা ঠাকুর, আর বিতর্ক এমনিতে সমার্থক। কখনও তিনি গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলেন, আবার কখনও জেহাদি দমনে হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান দেন। অথচ এ হেন ব্যক্তি দিব্যি দেশের আইনসভার সদস্য হয়ে বসে রয়েছেন। বরখাস্ত হওয়া তো দূরের কথা, সামান্যতম শাস্তির মুখেও পড়তে হয়নি তাঁকে। স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে প্রাক্তন আমলাদের অনুরোধ, প্রজ্ঞার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। নিদেনপক্ষে বিষয়টি সংসদের এথিক্স কমিটিতে পাঠানো হোক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement