Advertisement
Advertisement
Lok Sabha polls 2024

লোকসভা নির্বাচনে গোনাই হয়নি প্রায় সাড়ে দশ লক্ষ ভোট! চমকপ্রদ তথ্য দিল কমিশন

ওই বিপুল ভোট গোনা হলে ফলাফল কি অন্যরকম হত?

Over 10.58 lakh votes were not counted or rejected in the Lok Sabha polls 2024
Published by: Subhajit Mandal
  • Posted:December 28, 2024 2:29 pm
  • Updated:December 28, 2024 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনে ভোটের হার কমলেও মোট ভোটদাতার সংখ্যা বেড়েছে কয়েক কোটি। তথ্য দিয়ে জানাল নির্বাচন কমিশন। চমকপ্রদভাবে কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনে সব মিলিয়ে প্রায় সাড়ে ১০ লক্ষ ভোট গোনা হয়নি। কোনও না কোনও কারণে ওই বিরাট সংখ্যার ভোটকে হয় বাতিল, নাহয় ত্রুটিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি, লোকসভা নির্বাচনে ভোটদানের হার সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে নথিভুক্ত ভোটার সংখ্যা ছিলেন প্রায় ৯৭ কোটি ৯৮ লক্ষ। যা ২০১৯ সালের থেকে ৭.৪৩ শতাংশ বেশি। এর মধ্যে প্রায় ৬৪ কোটি ৬৪ লক্ষ ভোটার ২০২৪-এ ভোট দিয়েছেন। চূড়ান্ত ভোটের হার ৬৫.৯৭৮ শতাংশ। যা উদ্বেগজনকভাবে ২০১৯ এবং ২০১৪ সালের তুলনায় এই ভোটের হার কম। ২০১৪ সাল থেকে ২০২৪ পর্যন্ত ১.৩ শতাংশ কমেছে ভোট।

Advertisement

চমকপ্রদভাবে কমিশনের দেওয়া তথ্য বলছে, সব মিলিয়ে প্রায় ১০.৫৮ লক্ষ ভোট গোনা হয়নি। ওই ভোটের মধ্যে প্রায় পৌনে ১০ হাজার ভুয়ো ভোটার হিসাবে ধরা পড়ে। বাকি প্রায় সাড়ে ১০ লক্ষ ভোট ত্রুটিপূর্ণ, নয় নিয়ম বহির্ভূত। কোনও না কোনও কারণে ওই সাড়ে ১০ লক্ষ ভোট বাতিল হয়েছে। প্রশ্ন হল, ওই বিপুল ভোট বাতিল না হলে ফলাফল কি অন্যরকম হত?

উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটে এনডিএ জোট ৪০০ পারের স্লোগান দিলেও ২৯৫ আসনে থামে বিজয়রথ। একা বিজেপি জেতে ২৪০ আসনে। কার্যত ফিনিক্সের মতো বিরোধী ইন্ডিয়া জোট জিতে নেয় ২৩০টি আসন। কংগ্রেস একা ৯৯ আসনে জয়লাভ করেন। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিরোধী শক্তি বিজেপিকে উড়িয়ে ২৯ আসনে জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। বিজেপি তথা এনডিএ জোটের আসন সংখ্যা বিগত লোকসভা ভোটের তুলনায় কমলেও ‘ম্যাজিক ফিগার’ ২৭২ আসন ডিঙিয়ে যাওয়ায় তৃতীয়বার ক্ষমতায় ফেরে গেরুয়া শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement