সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে মঙ্গলবার সাঁড়াশি চাপ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের। একদিকে রাজ্যের লকডাউনের সমসয়ীমা ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে আজ থেকে শুরু করে আগামী ২০ দিন লকডাউন থাকবে গোটা দেশ। তবে এই লকডাউনে দেশের অর্থনীতির হাল খারাপ হলেও দেশের মানুষের প্রাণ বাঁচাতে এই কঠোর পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আগামী দিনগুলিতে গৃহবন্দি হয়ে থাকারই পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
কিন্তু অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে কী এই লকডাউন? কোনও দেশ খুব জরুরি পরিস্থিতির সম্মুখীন হলে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর নিয়ন্ত্রণ রাখতে ও সেই পরিস্থিতির মোকাবিলা করতেই লকডাউন ঘোষণা করা হয়। তবে লকডাউনের জেরে পরিবর্তন হতে পারে জনসাধারণের জীবনযাত্রা। এর জেরে দেশের প্রতিটি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পুরোপুরিস্তব্ধ। জরুরি পরিষেবা ছাড়া এই সময় আর কিছুই পাওয়া যাবে।
কী কী কাজে বাধা-
লকডাউনে কী কী খোলা থাকছে–
কী কী বন্ধ থাকবে?
আইন ভাঙলে কী ব্যবস্থা?
তবে লকডাউন মেনে চলার পরও সকলের মনে হতে পারে এই রোগের প্রভাব কমবে কিনা? সেই উত্তরে চিকিৎসক-সহ বিশেষজ্ঞরা জানান, এই রোগ নিরাময়ে এখনও কোনও ওষুধের আবিষ্কার না হওয়ায় রোগের সংক্রমণ কমাতে বাড়িতেই থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এতে সংক্রমিত হওয়ার সম্ভবনা কম, ফলে দিনে দিনে কমবে আক্রান্তের সংখ্যাও।তাই সরকার থেকে নিয়ম করে বাড়িতে থাকার জন্য এই লকডাউন ঘোষণা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.