Advertisement
Advertisement

Breaking News

Taliban

ভারতে আসা আফগানদের এখনই ‘শরণার্থী’ তকমা নয়, ঘোষণা বিদেশমন্ত্রকের

কতজন ভারতীয় এখনও আফগানিস্তানে রয়েছেন তা এখনও অজানা ভারতের।

Our focus will be on Indian nationals, but we'll also stand by Afghans who stood by us, says MEA। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 27, 2021 5:49 pm
  • Updated:August 27, 2021 8:52 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: ভারত আগেই জানিয়েছিল আফগানিস্তানে (Afghanistan) আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করাটাই অগ্রাধিকার। তবে আফগান শিখ এবং হিন্দুদের উদ্ধার করতেও সাহায্য করবে ভারত (India)। এই পরিস্থিতিতে শুক্রবার বিদেশমন্ত্রকের

.(MEA) মুখপাত্র অরিন্দম বাগচি একটি বিবৃতিতে জানিয়ে দিলেন, আগামী ৬ মাসের মধ্যে আফগান নাগরিকদের ‘শরণার্থী’ তকমা দেবে না ভারত।

Advertisement

ঠিক কী জানিয়েছেন তিনি? তাঁর কথায়, ”আফগানিস্তান থেকে আসা নাগরিকদের এখনই শরণার্থী তকমা নয়। আপাতত ৬ মাসের ভিসা দেওয়া হবে। তারপর এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” গত ১৫ আগস্ট কাবুলে (Kabul) তালিবান জঙ্গিদের প্রবেশের সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে যায় আফগানিস্তানে ফের শুরু হতে চলেছে তালিবান যুগ। এই পরিস্থিতিতে দেশ ছাড়ার হিড়িক দেখা যায় আফগানদের মধ্যে। ভারত যে আফগানদের পাশেই আছে তা প্রথম থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে। এদিনও বিদেশমন্ত্রকের বিবৃতিতে সেই সুরই দেখা গিয়েছে।

[আরও পড়ুন: Coronavirus: অনেকটা বাড়ল দেশের অ্যাকটিভ কেস, তৃতীয় ঢেউয়ের চোখরাঙানি কেরলে]

অরিন্দম বাগচি জানিয়েছেন, ”আফগানিস্তানের পরিস্থিতি রীতিমতো অনিশ্চিত। প্রাথমিক গুরুত্ব তাই নাগরিকদের নিরাপত্তার উপরেই। এই মুহূর্তে এটা পরিষ্কার নয় কাবুলে কারা সরকার গঠন করছে। আমরা গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছি।” আফগানিস্তানে ঠিক কতজন ভারতীয় আটকে রয়েছেন তা এখনও ভারত জানতে পারেনি বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বন্যার জলের মতো ঢুকে রাতারাতি আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। ফিরেছে দু’দশক আগের অন্ধকারময় স্মৃতি। আর তাই মান-প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে চাইছেন আফগানরা। প্রাণ বাঁচানোর আকুতি নিয়ে প্রতিদিন কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে (Hamid Karzai International Airport) জড়ো হয়েছেন হাজার-হাজার আফগান নাগরিক। পেটে খাবারের দানা নেই। নেই তেষ্টা মেটানোর জলও। শুধু বিমানবন্দর নয়, গোটা আফগানভূমই জ্বলছে খিদের জ্বালায়। এই পরিস্থিতিতে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিতে চাইছেন আফগান নাগরিকরা। ভারতেও ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন বহু আফগান। তবে তাঁদের যে ‘শরণার্থী’ তকমা এখনই দেওয়া হবে না তা পরিষ্কার করে দিল ভারত।

[আরও পড়ুন: Corona Vaccine: কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমছে? কী বলছে কেন্দ্র?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement