সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দেশকে ‘আত্মনির্ভর’ করে তোলার ডাক দিয়েছিলেন কয়েক বছর আগেই। বুধবার ফের সেই কথাই শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় সূচনা হল তিনদিনের সেমিকন ইন্ডিয়া ২০২৪-এর। আর সেই সম্মেলনের উদ্বোধনে মোদিকে বলতে শোনা গিয়েছে, ”এটাই ভারতে থাকার সঠিক সময়। আপনারা সঠিক সময় ও সঠিক স্থানে রয়েছেন। একবিংশ শতাব্দীতে চিপ নিয়ে সমস্যা হবে না। আজকের ভারত বিশ্বকে এটা বিশ্বাস করাতে পেরেছে যদি চিপের সংকটও দেখা দেয়, আপনারা ভারতের উপরে নির্ভর করতে পারেন।”
এটা সিলিকন কূটনীতির যুগ। এই মুহূর্তে দেশের ইলেকট্রনিক্স ক্ষেত্র ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের। কিন্তু এই দশকের শেষেই সেটা ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের করে তোলাই লক্ষ্য মোদির। সেকথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ”আমরা ৮৫ হাজার প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার এবং গবেষণা ও উন্নয়ন বিশেষজ্ঞদের একটি কর্মী বাহিনী প্রস্তুত করছি। ভারতের ফোকাস রয়েছে তার পড়ুয়া এবং পেশাদারদের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রস্তুত করা।”
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, ”এখনও পর্যন্ত ডিজিটাল ইন্ডিয়া মিশন বা টেলিকম মিশনের মতো পদক্ষেপের মাধ্যমে প্রযুক্তি পৌঁছে গিয়েছে নাগরিকদের হাতে। এর ফলে দেশে সেমি কন্ডাক্টর শিল্পের উন্নতি হয়েছে প্রভূত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথও। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”গত কয়েক বছরে উত্তরপ্রদেশ সরকারের করা পদক্ষেপে এখন এখানকার মোবাইলের যন্ত্রাংশের অর্ধেকই তৈরি হয় এখানেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.