সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের ‘কুকুর’ বলে অপমান করার অভিযোগ উঠল আরএসএস প্রধান মোহন ভগবতের বিরুদ্ধে৷ বিশ্ব হিন্দু সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা প্রদানের সময় বিতর্কে জড়ালেন তিনি৷ প্রবল সমালোচনায় তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছেন আসাউদ্দিন ওয়েইসি-সহ অন্যান্য অন্যান্য বিরোধী নেতৃত্ব৷ তাঁদের দাবি, এই মন্তব্যের মাধ্যমে আসলে নিজের নিচু মনের পরিচয় দিয়েছেন সংঘ চালক৷ হিন্দু ছাড়া অন্যান্য জাতিকে তিনি কোন চোখে দেখেন তার পরিচয় দিয়েছেন মোহন ভাগবত৷ যদিও এই ইস্যুতে মোহন ভাগবতের পাশে দাঁড়িয়ে সাফাই দিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব৷
[সুপ্রিম কোর্ট হাতের মুঠোয়, রাম মন্দির নিয়ে বিজেপি মন্ত্রীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে]
শুক্রবার আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস বা বিশ্ব হিন্দু সম্মেলন৷ সেই মঞ্চ থেকে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন সংঘ চালক৷ বলেন, বিশ্বে আধিপত্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা নেই হিন্দুদের৷ তাঁরা সমাজ গঠনের জন্য কাজ করতে চায়৷ বলেন, একটা সিংহ রাস্তা দিয়ে চললে কুকুরের দল তার ক্ষতি করতে পারে৷ কিন্তু, একসঙ্গে অনেক সিংহ চললে কেউ তার ক্ষতি করার সাহস দেখাতে পারে না৷ অভিযোগ, এই মন্তব্যের মাধ্যমে কুকুরের সঙ্গে তিনি তুলনা টানেন হিন্দু ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের৷ যা নিয়ে ইতিমধ্যে আরএসএস প্রধানের বিরুদ্ধে সরব হয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন প্রধান আসাউদ্দিন ওয়েইসি৷ ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, হিন্দু ছাড়া অন্যান্য ধর্মের বিশ্বাসীদের কুকুর বলে তাঁদের সম্মানহানি করেছেন ভাগবত৷ দেশের মানুষ এই মন্তব্যের জন্য আরএসএস-কে ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন ওয়েইসি৷
[মুক্তি পাবে রাজীব হত্যাকারীরা? রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তামিলনাড়ু]
আরএসএস প্রধানের এই মন্তব্যের বিরোধিতা করেন দলিত নেতা প্রকাশ আম্বেদকর৷ ভাগবতের নিন্দা করে তিনি জানান, আসলে বিরোধীদের ‘কুকুর’ বলতে চেয়েছেন সংঘ চালক৷ আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে আরএসএস-কে হিন্দু-বিরোধী বলে কটাক্ষ করে কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি৷ কেবল রাজনৈতিক প্রতিপক্ষরাই নন, মোহন ভাগবতের বক্তৃতার নিন্দা করেছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ৷ তাঁদের বক্তব্য, এই শিকাগোতে দাঁড়িয়েই হিন্দুত্বের জয়গান করেন স্বামী বিবেকানন্দ৷ তাঁর বক্তৃতা মুগ্ধ করে বিশ্ববাসীকে৷ আন্তর্জাতিক জগতের কাছে হিন্দুধর্মের অনন্যা রূপ তুলে ধরেন তিনি৷ স্বামীজীর শিকাগো বক্তৃতার ১২৫ বর্ষপূর্তি মঞ্চে দাঁড়িয়ে কেমন ভাবে এমন নিকৃষ্টতম বক্তৃতা দিতে পারেন মোহন ভাগবত৷ সেই প্রশ্নই উঠছে ওয়াকিবহাল মহলে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.