Advertisement
Advertisement
Lok Sabha

সংসদের নিরাপত্তা ‘বেআব্রু’, সরকারকে ঘিরে ধরল INDIA জোট

অধিবেশন শুরু হতেই সংসদের দুই কক্ষ উত্তাল।

Opposition stages protest in parliament over security breach | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 14, 2023 11:12 am
  • Updated:December 14, 2023 1:18 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: লোকসভায় অধিবেশন চলাকালীন ‘গ্যাস অ্যাটাক’ (Gas Attack) নিয়ে বিরোধীদের প্রতিবাদে আজ দিনের শুরুতেই উত্তপ্ত অধিবেশন। স্লোগান তুলে  অধিবেশন সরগরম করে তুললেন বিরোধীরা।  বৃহস্পতিবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে বিরোধী INDIA জোটের বৈঠকে তাঁদের প্রতিবাদের প্রস্তাব গৃহীত হয়েছে। অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে লোকসভা ও রাজ্যসভায় বিরোধী সাংসদরা এ নিয়ে সরব হলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রাখতে ওঠার পরই বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) পদত্যাগ দাবি তুলেছেন। শাহকে সংসদে গিয়ে এনিয়ে বিবৃতি দিতে হবে, এই দাবিও তোলেন।

তাঁদের মূল দাবি, সংসদে প্রশ্ন করার জন্য পোর্টালের পাসওয়ার্ড অন্য কাউকে দেওয়া যদি নিরাপত্তা ইস্যু হয় এবং তার জেরে তৃণমূলের মহুয়া মৈত্রকে (Mahua Moitra) বহিষ্কৃত হতে হয়, তাহলে বুধবার গ্যাস হামলার ঘটনাও একই গুরুত্ব দিয়ে দেখা হোক এবং যাঁর সই করা পাস নিয়ে সংসদে (Parliament) ঢুকেছিল হামলাকারীরা, তাঁকেও বহিষ্কার করা হোক। এদিকে, কর্তব্যে গাফিলতির অভিযোগে লোকসভায় নিরাপত্তার দায়িত্বে থাকা ৭ জনকে সাসপেন্ড (Suspend) করা হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: প্রাণহানির দায় নেবে কে? ৪ শ্রমিকের মৃত্যুতে প্রশ্নের মুখে বসিরহাটের ইটভাটার নিরাপত্তা]

অধিবেশনে প্রশ্ন তোলার লক্ষ্যে পার্লামেন্টের পোর্টালের পাসওয়ার্ড অন‌্য একজনকে দেওয়ার অভিযোগে গত ৮ তারিখ সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন তৃণমূলের (TMC MP) মহুয়া মৈত্র। অভিযোগ, ওই পাসওয়ার্ড দেওয়ায় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারত। তা হলে সংসদের অধিবেশন কক্ষে ‘গ‌্যাস-বোমা’ নিয়ে হানা দেওয়া দুই হামলাকারীকে যিনি ‘পাস’ দিয়ে গ‌্যালারিতে নিয়ে এসেছেন সেই বিজেপি সাংসদ, মহীশূরের প্রতাপ সিমহাকে অবিলম্বে সংসদ থেকে বহিষ্কার করার পাশাপাশি গ্রেপ্তার করতে হবে। সংসদে দু’জনের হানার পর দেশজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনার উল্লেখ করে বুধবার দিল্লি ও কলকাতায় দলের তরফে এমনই দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। 

অভিযুক্ত বিজেপি সাংসদকে গ্রেপ্তার করে তদন্তেরও দাবি করেন তৃণমূল সাংসদরা। ঘটনার পর সর্বদলীয় বৈঠকে হামলাকারীদের ‘পাস’ দেওয়ায় অভিযুক্ত বিজেপি সাংসদকে অবিলম্বে বহিষ্কারের দাবি তোলেন বিরোধীরা। তৃণমূলের আরও অভিযোগ, ‘পাস’ দিয়ে ভিতরে ঢুকিয়ে দুই হামলাকারীকে পূর্ণ মদত দিয়েছে বিজেপি। বৃহস্পতিবার কংগ্রেসের তরফে জয়রাম রমেশের অভিযোগ, বিজেপির আইটি সেল দুটি বিষয় সম্পূর্ণ অগ্রাহ্য করছে। সংসদে নিরাপত্তার গলদ এবং তাদের নিজেদের দলের সাংসদের সই করা পাস নিয়েই সেখানে প্রবেশ করেছিল। 

[আরও পড়ুন: এবার বাইডেনের বিরুদ্ধে শুরু ইমপিচমেন্ট প্রক্রিয়া, চাপ তৈরির কৌশল ট্রাম্পের দলের?]

নিরাপত্তায় গাফিলতি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীনে থাকা দিল্লি পুলিশেরও। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরুর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠকে বসেন INDIA জোটের সদস‌্য সংসদীয় দলের নেতারা। সেখানেই সংসদের ভিতরে অভিযুক্ত বিজেপি সাংসদকে ‘পাস’ দেওয়ার জন্য বহিষ্কারের দাবি তুলেছেন তাঁরা। রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার জন্য সময় চাইতে পারে বিরোধী জোট।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement