Advertisement
Advertisement

করছাড়ে মহাখুশি মধ্যবিত্ত, গোঁসা শুধু বিরোধীদের

সাধারণ বাজেট দেখেশুনে কী বলছেন বিরোধীরা? শিল্পমহলেরই বা কী বক্তব্য? পড়ুন

Opposition sneers at Govt's claim of a people friendly union budget 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 1, 2017 11:02 am
  • Updated:August 12, 2021 6:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ বাজেটে ৫০ শতাংশ কর ছাড় পেয়ে মহাখুশি আড়াই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারীরা৷ কিন্তু এতে সন্তুষ্ট নন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ বুধবারের বাজেটকে রাহুল গান্ধী, “শের ও শায়েরির বাজেট” বলে উল্লেখ করলেন৷ বললেন, “এই বাজেটে কৃষকদের জন্য কিছুই নেই, যুবকদের জন্য কিছুই নেই৷ আমরা ভেবেছিলাম এই বাজেটে আতসবাজির প্রদর্শনী হবে৷ কিন্তু মনে হচ্ছে কেন্দ্রের ঘরে রাখা বারুদ ভিজে গিয়েছে৷” তবে দেশের রাজনীতি থেকে কালো টাকা দূর করতে তাঁর দলও সরকারের পাশে আছে বলে জানিয়েছেন রাহুল৷

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণে এবারের বাজেটকে ‘উত্তম বাজেট’ বলে মন্তব্য করেছেন৷

কংগ্রেসের মুখপাত্র মণিশ তিওয়ারির প্রতিক্রিয়া, “এই বাজেটে নতুন কিছুই নেই৷ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ কেন্দ্র৷ এই বাজেটকে রেল অবহেলিত হয়েছে৷”

নিতিন গডকড়ি এই বাজেটকে ঐতিহাসিক বাজেট বললে উল্লেখ করেছেন৷ তিনি বলেছেন, “রাজনীতিতে কালো ধন কমবে৷ সৎ মানুষরা রাজনীতিতে আসবেন৷”

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করেছেন, এই বাজেটে গরিবদের কথা বিশেষভাবে ভাবা হয়েছে৷ ২০১৪-য় নরেন্দ্র মোদি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেছেন৷

কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার বলেছেন, দেশের রাজনৈতিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এবারের বাজেট সাহায্য করবে৷

সাধারণ বাজেট ২০১৭-র পর শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে তাঁর হতাশা ব্যক্ত করেছেন৷ তাঁর বক্তব্য, “প্রতি বছর বাজেট পেশ করার দরকার কী? গতবছর বাজেটের সব প্রতিশ্রুতি পূরণ হয়েছে আদৌ?”

অর্থমন্ত্রীর কন্যা সোনালি জেটলি এই বাজেটকে নারীকল্যাণমূলক বলে উল্লেখ করেছেন৷

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে অভিযোগ করেছেন, সাধারণ বাজেট রেল বাজেটকে গিলে ফেলেছে৷

অ্যাসোচেমের জেনারেল সেক্রেটারি ডি এস রাওয়াত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷

কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরি প্রশ্ন তুলেছেন, উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে বিজেপিও চেক বা ডিজিটাল মাধ্যমেই অনুদান নেবে তো?

আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ছন্দা কোছার এই বাজেটের প্রশংসা করেছেন৷

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর রমণ সিং বলেছেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর লক্ষ্যেই এবারের বাজেট পেশ হয়েছে৷

শক্তি মন্ত্রকের মন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন, “দেশের সব স্তরের মানুষের কথা ভেবেই এবারের বাজেট পেশ হয়েছে৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement