Advertisement
Advertisement

Breaking News

Vice President Election

ধনকড়ের প্রতিদ্বন্দ্বী মার্গারেট আলভা, বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

বিরোধীদের বৈঠকের পর নাম ঘোষণা করেন শরদ পওয়ার।

Opposition parties selected Margaret Alva, Ex Congress MP as candidatre of Vice Presidential election 2022 | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 17, 2022 4:59 pm
  • Updated:July 17, 2022 7:27 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদে আলাদা প্রার্থী দিল বিরোধী শিবির। এনডিএ প্রার্থী রাজস্থানের ভূমিপুত্র জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাজস্থানের প্রাক্তন রাজ্যপালকে বেছে নেওয়া হল। বিরোধীদের মনোনীত উপরাষ্ট্রপতি (Vice President) পদপ্রার্থী মার্গারেট আলভা। রবিবার এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের বাড়িতে বিরোধী দলগুলির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মার্গারেট আলভার (Margaret Alva) নাম ঘোষণা করেন পওয়ার নিজেই। আলভা মূলত কংগ্রেস নেত্রী হিসেবে পরিচিত। তিনি উত্তরাখণ্ড, রাজস্থান ও গুজরাটের রাজ্যপাল ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।  এছাড়া ৫ বারের সাংসদও ছিলেন। 

শনিবার বিজেপি সংসদীয় দল বৈঠক করে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নিঃসন্দেহে এ এক বড় চমক। আর রবিবার বিরোধী শিবির বৈঠক করে ধনকড়ের প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করল মার্গারেট আলভার নাম। ফলে আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election) লড়াই হবে জগদীপ ধনকড় ও মার্গারেট আলভার। যদিও সংসদের অঙ্ক বলছে, সমর্থনের নিরিখে ধনকড়ের জয়ের পথ এমনিতেই মসৃণ। তবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা এই লড়াইয়ে বেগ দেবেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের। 

Advertisement

[আরও পড়ুন: সংসদ চত্বরে ধরনা-বিক্ষোভে নিষেধাজ্ঞার প্রতিবাদ, অভিনব পরিকল্পনা তৃণমূলের]

মার্গারেট আলভার জন্ম কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে। আইন নিয়ে পড়াশোনার পর তা নিয়েই কেরিয়ারের পথে এগিয়েছিলেন। ১৯৬৯-এ রাজনীতিতে যোগ দেন। ইন্দিরা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসের ‘হাত’ ধরে পথচলা শুরু। কর্ণাটক প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। পরবর্তী সময়ে সংসদে পা রাখেন। চারবার রাজ্যসভার সাংসদ ও একবার লোকসভার সাংসদ হন। ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও। এছাড়া উত্তরাখণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেন মার্গারেট আলভা। ফলে সংসদীয় রাজনীতিতে বেশ অভিজ্ঞ।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা, বাগদার TMC বিধায়কের মন্তব্যে বিতর্ক]

এহেন ব্যক্তিকেই উপরাষ্ট্রপতি পদের লড়াইয়ের জন্য দাঁড় করালে বিরোধী শিবিরে তাবড় নেতারা। এদিন পওয়ারের বাড়িতে বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূলের কোনও প্রতিনিধি। এমনকী উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে এখনই মুখ খুলতে নারাজ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল। আগামী ২১ তারিখ নেত্রী সাংসদদের নিয়ে বৈঠকের পরই এ বিষয়ে দলের অবস্থান চূড়ান্ত হবে। তবে এদিনের বৈঠকে ছিলেন সিপিএম, কংগ্রেস, শিব সেনা-সহ একাধিক বিরোধী দলের প্রতিনিধিরা। তাঁরা সম্মিলিতভাবে মার্গারেট আলভার নাম প্রস্তাব করেছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement