Advertisement
Advertisement

সিবিআই-পুলিশ সংঘাতে উত্তপ্ত লোকসভা, কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা

দফায় দফায় মুলতুবি অধিবেশন।

 Opposition parties are protesting in Lok Sabha

ফাইল ছবি

Published by: Tanujit Das
  • Posted:February 4, 2019 1:40 pm
  • Updated:February 4, 2019 1:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই-পুলিশ সংঘাতের আঁচে সোমবার সকাল থেকেই উত্তপ্ত লোকসভা৷ এ দিন নিম্নকক্ষের অধিবেশন শুরু হতেই কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা হয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস-সহ অন্য বিরোধীরা৷ লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে মোদি সরকার৷ একই অভিযোগে সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায়-সহ অন্যান্যরা৷ জবাবি ভাষণে বিরোধীদের বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন রাজনাথ সিং৷ চিটফাণ্ড মামলায় সিবিআইকে সাহায্য করছে না পশ্চিমবঙ্গ সরকার৷ এমনই পালটা অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

[‘বাড়ি সামলাতে পারেন না, দেশ সামলাবেন কীভাবে’, পরোক্ষে মোদিকে তির গড়করির ]

Advertisement

সোমবার লোকসভার অধিবেশন শুরু হতেই হট্টগোল করতে থাকেন বিরোধীরা৷ ফলে বাধ্য হয়েই দুপুর বারোটা পর্যন্ত নিম্নকক্ষ মুলতুবি করে দেন স্পিকার সুমিত্রা মহাজন৷ বারোটার পর লোকসভা খুলতেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে একযোগে সরব হন তৃণমূল সাংসদরা৷ তাদের পাশে দাঁড়ায় কংগ্রেস-সহ অন্য বিরোধীরা৷ তৃণমূল সাংসদ সৌগত রায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হচ্ছে৷ কেন্দ্রীয় সংস্থার সম্মানহানি করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর ব্যাখ্যা দিন৷ হুঁশিয়ারির সুরে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করলেও, তাতে সফল হবে না কেন্দ্র৷

[সুপ্রিম কোর্টে সিবিআই-রাজ্য পুলিশ সংঘাত মামলা, পিছোল শুনানি]

জবাবি ভাষণে বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাজনাথ সিং বলেন, শীর্ষ আদালতের নির্দেশে চিটফাণ্ড মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই৷ কিন্তু কেন্দ্রীয় সংস্থাকে তদন্তে সহযোগিতা করছে না রাজ্য প্রশাসন৷ সিবিআই অফিসারদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়৷ যা নজিরবিহীন ঘটনা৷ যুক্ত রাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করছে পশ্চিমবঙ্গ সরকার৷ সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পেশের সময়ই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা৷ চরম হট্টগোলের মাঝে আবারও দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement