Advertisement
Advertisement
Rahul Gandhi

বিরোধীদের নিয়ে Rahul Gandhi-র ‘Breakfast Meeting’, যোগ দিল TMC-ও, একাধিক কর্মসূচি গ্রহণ

বৈঠক থেকে বেরিয়ে সাইকেল মিছিল করে সংসদ ভবন গেলেন বিরোধী সাংসদরা।

Opposition Meeting at Delhi: TMC and other parties join 'breakfast meeting' called by Rahul Gandhi | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 3, 2021 11:03 am
  • Updated:August 3, 2021 11:32 am  

সোমনাথ রায়, নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রকে চাপে ফেলতে অন্দরে-বাইরে একাধিক কৌশল নিচ্ছে বিরোধী দলগুলি (Oppostion Parties)। আপাতত তাদের হাতে অস্ত্র বলতে ফোনে আড়ি পাতা ‘পেগাসাস’ ইস্যু। আগামী ১৩ তারিখ পর্যন্ত চলবে অধিবেশন। আর এই ক’দিন মোটেই কেন্দ্রের ক্ষমতাসীন দলকে একতরফাভাবে কিছুই করতে দেবে না বলে দৃঢ়প্রতিজ্ঞ বিরোধীরা। তার জন্যই নানা কৌশল, কর্মসূচির পরিকল্পনা। আগেও দু-একবার বিরোধী দলগুলিকে নিয়ে আলোচনায় বসেছে কংগ্রেস। আর মঙ্গলবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) বিরোধী দলগুলিকে ডাকলেন ‘ব্রেকফাস্ট মিটিং’এ। উল্লেখযোগ্য বিষয়, রাহুলের নেতৃত্বে বৈঠকে যোগ দিলেন তৃণমূল (TMC) সাংসদরা। তবে গরহাজির ছিল আম আদমি পার্টি (AAP)। ঘণ্টাখানেকের প্রাতরাশ বৈঠকে একাধিক নয়া কর্মসূচি গৃহীত হয়েছে বলে খবর।

মঙ্গলবার সকাল থেকেই দিল্লির রাজপথ সরগরম। দিল্লির ঐতিহ্যবাহী কনস্টিটিউশন ক্লাবে (Constitution club) প্রাতরাশ বৈঠক ডাকেন রাহুল গান্ধী। তাতে যোগদানের জন্য সকলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। কংগ্রেস, তৃণমূল ছাড়াও বৈঠকে যোগ দিলেন এনসিপি, শিব সেনা, সিপিএম, সিপিআই, আরএসপি-র প্রতিনিধিরা। প্রায় ঘণ্টাখানেকের বৈঠকে সংসদে বিরোধীদের রণনীতি নিয়ে আলোচনা হয়। তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষীয়ান নেতারা। তাঁরা নিজেদের বক্তব্য পেশ করেন রাহুল গান্ধীর কাছে। ঠিক হয়, সংসদে কেন্দ্রকে চাপে ফেলতে মক পার্লামেন্ট, জ্বালানির মূল্যবৃদ্ধি, বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে একাধিক কর্মসূচি করবেন বিরোধীরা। এছাড়া পেগাসাস ইস্যু তো আছেই। তবে এদিনের বিরোধী বৈঠকে কেজরিওয়ালের আপের (Aam Aadmi Party) অনুপস্থিতি বিশেষভাবে লক্ষ্যণীয়।

Advertisement

[আরও পড়ুন: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত Jammu-Kashmir, বান্দিপোরায় খতম পাক সন্ত্রাসবাদী]

বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী ঐক্য আরও মজবুত করার কথাই বলেছেন রাহুল গান্ধী। তবে তারপরই দেখা গেল, বৈঠকে রাহুলের নির্দেশমতো দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে সোজা সাইকেল নিয়ে সংসদভবনের দিকে রওনা দিলেন সব বিরোধী সাংসদ। দু’ চাকায় উঠলেন রাহুল নিজেও।  জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে এভাবে সাইকেল মিছিলের পরিকল্পনা সাজিয়েছিলেন সোনিয়াপুত্রই। আর বৈঠকে সেই পরিকল্পনা জানানো মাত্রই আর দেরি করেননি তাঁর সহযোদ্ধারা। রাস্তায় নেমে পড়েছেন প্রতিবাদ জানাতে। এর জেরে অবশ্য দিল্লির রাস্তায় খানিকটা যানজট তৈরি হয়। তা সামাল দিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: COVID-19: স্বস্তি বাড়িয়ে দেশের দৈনিক সংক্রমণ কমল অনেকটাই, অপরিবর্তিত মৃত্যুহার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement