সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদ অধিবেশনের একেবারে গোড়া থেকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বিরোধীরা। তাঁদের অভিযোগ, একপাক্ষিক ভাবে রাজ্যসভা চালাচ্ছেন চেয়ারম্যান। একপ্রকার বাধ্য হয়ে ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নিয়েছে INDIA জোট। রাজ্যসভায় দিল্লি বিল পাশ হয়ে যাওয়ার পর সেই অনাস্থা আনার তোড়জোড় অনেকটা বেড়ে গেল।
আসলে সংসদের চলতি অধিবেশনে ধনকড়ের অনেক আচরণই দৃষ্টিকটু লেগেছে। যেভাবে তিনি ভরা রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করছেন। যেভাবে প্রতিদিন তৃণমূল সাংসদদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন, যেভাবে রাজ্যসভায় বিরোধী নেতাদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, এসব কিছু নিয়েই অসন্তুষ্ট বিরোধী শিবির।
ইতিমধ্যেই রাজ্যসভার দলনেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের (Piyush Goyal) বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছে ইন্ডিয়া জোট। বিরোধীদের ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন তিনি। জানা গিয়েছে, ধনকড়ের বিরুদ্ধেও অনাস্থা বা অনুরূপ কোনও প্রস্তাব আনা যায় কিনা ভাবনা-চিন্তা করার জন্য ৬ সদস্যের একটি কমিটি গড়েছে INDIA জোট। এই কমিটির উপর দায়িত্ব বর্তেছে সমস্ত সংসদীয় রীতিনীতি খতিয়ে দেখে প্রস্তাবের খসড়া তৈরি করার। যদিও আদৌ খসড়াটি পেশ করা হবে বা পেশ হলেও কবে হবে সেটা স্পষ্ট নয়।
বিরোধীরা যে কমিটি গড়েছে তাতে রয়েছেন জয়রাম রমেশ (Jairam Ramesh), সুখেন্দুশেখর রায়, বন্দনা চৌহান, রামগোপাল যাদব, তিরুচি শিবা, করিম। এই অধিবেশনের শেষ দিনে প্রস্তাবটি আনা হবে কি না, তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। এমনও হতে পারে, শীতকালীন অধিবেশনে তা পেশ করা হল। কারণ, সংসদীয় আইন অনুযায়ী রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কোনও প্রস্তাব আনা হলে তা বলবৎ হতে ১৪ দিন সময় লাগে। অর্থাৎ চলতি অধিবেশনে প্রস্তাব আনার আর সময়ও নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.