Advertisement
Advertisement

নোট বাতিল ইস্যুতে এককাট্টা বিরোধীরা, প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি

বুধবার সংসদের সামনে গান্ধীমূর্তির পাদদেশে ২০০ জন সাংসদ সম্মিলিতভাবে জমায়েতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷

Opposition demand pm modi’s  presence during the debate
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 21, 2016 1:37 pm
  • Updated:November 21, 2016 1:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য চেয়ে সংসদে এককাট্টা বিরোধীরা৷ সোমবারও বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে বারবার মূলতবি হয়ে যায় সংসদের দুই কক্ষ৷ বিরোধীদের দাবি, নোটবাতিল ইস্যুতে চলা বিতর্কে প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে৷  রাজ্যসভায় কংগ্রেস সহ বেশ কিছু বিরোধীদল দাবি তোলে, নোট বাতিল ইস্যুতে ভোটাভুটির পর বির্তকের আয়োজন করতে হবে৷

এদিন ফের রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি নোট বাতিল ইস্যুতে বিরোধীদলনেতা গুলাম নবি আজাদের বিতর্কিত মন্তব্যের কথা উত্থাপন করেন৷ ট্রেজারি বেঞ্চের সদস্যদের থেকেও এই বিষয়ে স্লোগান উঠে আসে৷

Advertisement

অন্যদিকে লোকসভার বদলে মুম্বইতে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে  প্রধানমন্ত্রীর বেশি মন দিয়েছেন বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী৷ এদিন লোকসভায় আসার আগে দিল্লির বিভিন্ন এটিএমগুলি ঘুরে দেখেন তিনি৷ এটিএমের সামনে দাঁড়িয়ে মানুষের হেনস্তা হওয়া নিয়ে তোপ দাগেন প্রধানমন্ত্রীকে৷

এদিকে নোটবাতিল ইস্যুতে আগামী বুধবার সংসদের সামনে গান্ধীমূর্তির পাদদেশে ২০০ জন সাংসদ সম্মিলিতভাবে জমায়েতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ এদিনও গত তিনদিনের মত সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে নোট বাতিল ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement