Advertisement
Advertisement
Narendra Modi

প্রধানমন্ত্রী মিউজিয়ামে প্রাক্তনদের সঙ্গে মোদিও, সমালোচনায় মুখর বিরোধীরা

আত্মপ্রচারে সিদ্ধহস্ত মোদি, বলছেন বিরোধী নেতারা।

Opposition criticized about PM museum to get gallery on PM Modi | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 30, 2022 1:35 pm
  • Updated:October 30, 2022 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: রাজধানীর প্রধানমন্ত্রী মিউজিয়ামে (Prime Minister Museum)  এখন সাজ সাজ রব। তৈরি হচ্ছে বিশেষ গ্যালারি। যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীদের পাশে ঠাঁই পাবেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হাতে সময় বড়ই অল্প। কারণ, আগামী বছরের জানুয়ারিতেই তা দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। আর তা নিয়েই বিতর্কের ঝড়। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর বিরোধীরা।

রাজধানী দিল্লির (Delhi) তিনমূর্তি মার্গে অবস্থিত প্রধানমন্ত্রী সংগ্রহশালাতে এতদিন পর্যন্ত গ্যালারি ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিয়ে। সেখানেই এবার জুড়তে চলেছে নরেন্দ্র মোদিকে নিয়ে গ্যালারি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ‘বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর একটি নতুন গ্যালারি সংগ্রহালয়ে যোগ করা হচ্ছে। এটি ২০২৩ সালের জানুয়ারিতে জনসাধারণের দেখার জন্য খুলে দেওয়া হবে বলে ঠিক হয়েছে।’ চলতি বছরের এপ্রিলে ওই সংগ্রহালয় উদ্বোধন করেছিলেন মোদি। সে সময় নিজের নাম না জুড়লেও আত্মপ্রচারের লোভ সামলাতে না পেরে শেষ পর্যন্ত নিজের নামে গ্যালারিও করে ফেলতে চাইছেন বলে সমালোচনায় মুখর হয়েছেন বিরোধীরা।

Advertisement

[আরও পড়ুন: ‘একতার জন্য দৌড়ন’, রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’র মাঝেই আর্জি মোদির]

এই প্রসঙ্গে বিরোধী শিবিরের কটাক্ষ, মোদি বরাবরই আত্মপ্রচারে সিদ্ধহস্ত। তার অজস্র উদাহরণ রয়েছে। সরকারের বিভিন্ন অনুষ্ঠান তো বটেই, উদ্বোধনের ক্ষেত্রে মন্দিরও বাদ দেন না তিনি। মায়ের সঙ্গে সাক্ষাৎ, সমুদ্রতট পরিষ্কার, কেদারনাথের গুহায় ধ্যানের ছবিও চলে আসে সংবাদমাধ্যমে। আবার নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাজেটের দিন অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করার পরেও তিনি তা নিয়ে বক্তব্য রাখেন, যা অতীতে কোনও প্রধানমন্ত্রীকেই করতে দেখা যায়নি। সেই তালিকাতেই নয়া সংযোজন, প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে নিজের নামে গ্যালারি।

[আরও পড়ুন: বিজ্ঞাপনে মোদির বাবাকে অপমান! সোশ্যাল মিডিয়ায় ক্যাডবেরি বয়কটের ডাক]

সমালোচনার পাশাপাশি মোদিকে কটাক্ষও করেছেন বিরোধী শিবিরের একাংশ। তাঁদের টিপ্পনি, ২০২৪ সালের পর তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না ধরে নিয়েই কি আগাম গ্যালারিতে নিজের নাম যুক্ত করার কাজ সেরে রাখতে চাইছেন!

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement