Advertisement
Advertisement

মুলতবি সংসদের অধিবেশন, প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি বিরোধীদের

বিরোধীদের দাবি, একমাত্র প্রধানমন্ত্রীর উপস্থিতিই সংসদের দুই কক্ষকে সচল করতে পারে৷  

Opposition continues to ask for PM's apology
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 28, 2016 1:40 pm
  • Updated:November 28, 2016 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শীতকালীন অধিবেশন শুরু পর থেকেই গত ১০ দিন ধরে সংসদীয় অধিবেশনের চিত্রটা বিন্দুমাত্র বদলাচ্ছে না৷ সপ্তাহের শুরুর দিন সোমবারও বিরোধীদের হই-হট্টগোলে একাধিকবার মুলতবি হয়ে যায় সংসদের দুই কক্ষের কার্যক্রম৷ এদিন সংসদ অধিবেশনের শুরু থেকেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ইস্যুতে সরকারকে কোণঠাসা করতে উঠে পড়ে লাগে বিরোধীরা৷ প্রধানমন্ত্রীর উপস্থিতি ও বিবৃতির দাবিতে এককাট্টা হন তাঁরা৷

তাঁদের সাফ বক্তব্য, একমাত্র প্রধানমন্ত্রীর উপস্থিতিই সংসদের দুই কক্ষকে সচল করতে পারে৷প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করেন খোদ রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে৷ যদিও বিরোধীদের কাছে এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর আবেদন সংসদের অখণ্ডতা নষ্ট করবেন না, তাঁরা নোট বাতিল ইস্যুতে বিতর্কের জন্য তৈরি৷ মল্লিকার্জুন খাড়গের দেওয়া তথ্য অনুযায়ী, নোট বাতিলের ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা ১০০০-এর বেশি৷

Advertisement

এদিকে, পাঞ্জাবে জেল ভেঙে খলিস্তানি জঙ্গিদের পালানোর ঘটনা নিয়েও সরব হন বিরোধীরা৷ দুপুর ১২ টা পর্যন্ত মুলতবি হয়ে যায় লোকসভা৷ পরে অধিবেশন শুরু হলেও তা আবার ২টো পর্যন্ত মুলতবি হয়ে যায়৷ বেশ কয়েকবার মুলতবি হয়ে যায় রাজ্যসভাও৷ অধিবেশন মূলতবির মাঝে নোট বাতিল ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি বৈঠকও করে বিরোধী দলগুলি৷ যে বৈঠকে স্বাভাবিকভাবে যোগ দেয়নি নীতিশ কুমারের জনতা দল (ইউ)৷ এদিকে এদিন বাম দলগুলি-সহ বেশকিছু বিরোধী দল বিক্ষিপ্তভাবে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘট পালন করছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement