সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে শিবাজির মূর্তি ভাঙা নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। মাত্র আট মাসের মধ্যে কেন মারাঠা বীরের মূর্তি এভাবে ধসে পড়ল, সেই প্রশ্ন তুলে প্রতিবাদে শামিল হয়েছেন সেরাজ্যের বিরোধীরা। এবার ‘জুতো মারো’ প্রতিবাদ কর্মসূচি নিল মহা বিকাশ আঘাড়ি। একযোগে এই কর্মসূচিতে নেমেছে উদ্ধব ঠাকরের শিব সেনা, শরদ পওয়ারের এনসিপি এবং কংগ্রেস। তিন দলের নেতারা হাজির ছিলেন রবিবারের কর্মসূচিতে।
রবিবার হুতাত্মা চক থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত মিছিলের ডাক দেয় মহা বিকাশ আঘাড়ি। তার আগেই প্রচার চালানো হয়, রবিবার হবে ‘জোড়ে মারো’ প্রতিবাদ। যার অর্থ নিজেদেরই জুতো দিয়ে আঘাত করা। শিব সেনার দাবি, শিবাজির পাদদেশে আমজনতার একজোট হওয়া উচিত। কারণ মহারাষ্ট্রের অস্মিতাকে ফের জাগিয়ে তুলতে হবে। প্রতিবাদের ভাষা আরও একধাপ জোরাল করে এনসিপির বার্তা, শিবাজির বিরোধী দুর্নীতিগ্রস্তদের ক্ষমা নেই। কংগ্রেসের মতে, শিবাজীকে অপমান করে যারা এমন মূর্তি বানিয়েছে তাদের উচিত শিক্ষা দিতেই ‘জুতো মারো’ মিছিল।
উল্লেখ্য, মাত্র ৮ মাস আগে ঢাকডোল পিটিয়ে শিবাজির মূর্তি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সোমবার ভূপতিত হয়েছে ৩৬০০ কোটির সেই বিশাল শিবাজি মূর্তি। মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলায় এই মূর্তি ভাঙার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে মারাঠা রাজনীতি। অভিযোগ উঠেছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল মূর্তিতে। ব্যবহৃত হয়েছিল জং ধরা ইস্পাত ও মরচে পড়া নাট বল্টু। ইঞ্জিনিয়রদের আপত্তি কানে তোলা হয়নি। যার জেরেই এই দুর্ঘটনা।
ঘটনার তদন্তে নেমে ঠিকাদার-সহ একাধিক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগেই শিবাজির মূর্তি ভাঙার ঘটনায় বিপাকে বিজেপি- শিব সেনার সরকার। ইতিমধ্যেই মূর্তি ভাঙার ঘটনায় ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী। তবে জং ধরা নাট বল্টু, মরচে পড়া ইস্পাতে তৈরি শিবাজির মূর্তি ভেঙে পড়ায় দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.