Advertisement
Advertisement

“মোদির পদত্যাগের স্বপ্ন অধরাই থাকবে বিরোধীদের”

কোন মুখ্যমন্ত্রী বললেন এমন কথা?

Opposition always dreams about PM's resignation: Chouhan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 30, 2016 2:22 pm
  • Updated:December 30, 2016 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীরা যতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করুক না কেন, তাঁদের সেই স্বপ্ন অধরাই থেকে যাবে৷ শুক্রবার এমনই বললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান৷

সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেছেন, বিরোধীদের আর কোনও কাজ নেই৷ তাঁরা রাতেও প্রধানমন্ত্রীর পদত্যাগের স্বপ্ন দেখেন৷ শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছেন তাঁরা৷ তাঁরা নিজেও জানেন, প্রধানমন্ত্রী যা করছেন দেশের ভালোর জন্যই করছেন৷” চৌহ্বানের দাবি, পুরনো বড় নোট বাতিল করে মোদি কালো টাকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন৷ গোটা দেশ তাঁর পাশে রয়েছে৷ এদিনই নোট বাতিলের ৫০ দিন পূরণ হল৷

Advertisement

বৃহস্পতিবারই সাধারণ মানুষকে নোট বাতিলের সুফল সম্পর্কে জানাতে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ অর্থমন্ত্রকের তরফে ক্যাবিনেট মন্ত্রীদের বেশ কয়েক পাতার নথি দেওয়া হয়েছে৷ ওই নথিতে নোট বাতিলের সুফল সম্পর্কে খুঁটিনাটি লেখা রয়েছে৷ প্রত্যেক মন্ত্রীকে অন্তত ১০টি করে সভা করে নোট বাতিলের পক্ষে জনমত গড়ে তোলার দায়িত্ব দিয়েছে কেন্দ্র৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement