Advertisement
Advertisement

Breaking News

Caste Census

জাতিগত জনগণনা নিয়ে এবার কংগ্রেসের পাশে নীতীশ! চাপ বাড়ছে বিজেপির উপর

বিহারের মুখ্যমন্ত্রী বরাবর জাতিগত জনগণনার পক্ষে। তিনিই বিহারে প্রথম এই জাতগণনা করিয়ে সেই তথ্য প্রকাশ করেছেন।

Oppn, NDA ally ask Parl’s OBC panel to discuss caste census
Published by: Subhajit Mandal
  • Posted:August 30, 2024 2:56 pm
  • Updated:August 30, 2024 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতিগত জনগণনা নিয়ে এবার কংগ্রেসের পাশে বিজেপির শরিক দল জেডিইউ! সংসদের ওবিসি উন্নয়ন কমিটির প্রথম বৈঠকে জাতিগত জনগণনা নিয়ে আলোচনার দাবি জানাল কংগ্রেস। হাত শিবিরের সেই দাবিকে প্রত্যাশিতভাবেই সমর্থন করেন বিরোধী শিবিরের অন্য নেতারা। তবে খানিক চমকপ্রদভাবে বিজেপির জোটসঙ্গী জেডিইউও এই ইস্যুতে কংগ্রেসের সঙ্গ দিয়েছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বরাবর জাতিগত জনগণনার পক্ষে। তিনিই বিহারে প্রথম এই জাতগণনা করিয়ে সেই তথ্য প্রকাশ করেছেন। বস্তুত নীতীশের দেখানো পথেই রাহুল গান্ধী বারবার জাতিগত জনগণনার পক্ষে সরব হচ্ছেন। তাঁর দলও দেশজুড়ে জাতিগত জনগণনার দাবিতে সরব।

Advertisement

[আরও পড়ুন: ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন LGBTQরাও, নির্দেশিকা কেন্দ্রের

ওবিসি উন্নয়ন কমিটির প্রথম বৈঠকে কংগ্রেসের মণিকম ঠাকুর প্রথম জাতিগত জনগণনা নিয়ে আলোচনার দাবি তোলেন। থেকে শুরু করে ইন্ডিয়া জোটে থাকা ডিএমকে নেতা টি আর বালু তো বটেই, এমনকি এই দাবির সমর্থনে সরকারের অন্যতম শরিক দল জেডিইউ সাংসদ গিরিধারী যাদবও সরব হয়েছেন বলেই জানা গিয়েছে। যা তাৎপর্যপূর্ণ। জেডিইউ এই ইস্যুতে বিরোধীদের সুরে সুর মেলালে বিজেপির উপর চাপ বাড়বে তাতে সংশয় নেই। যদিও এদিনের বৈঠকে বিজেপি জাতিগত জনগণনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।

[আরও পড়ুন: ‘কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?’ ট্রাম্পের খোঁচার জবাবে মুখ খুললেন নেত্রী

এদিকে সংসদের ওবিসি উন্নয়ন কমিটির প্রথম বৈঠকে নতুন ওবিসি কমিশন গঠনের দাবি করেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বৈঠকে দলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দেশে ওবিসি কমিশন কুড়ি বছর আগে তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি অনেক পাল্টে গিয়েছে। তাই নতুন ওবিসি কমিটি গঠন করা হোক দাবি করার পাশাপাশি নতুন কমিটি সমস্ত বিষয় খতিয়ে দেখুক বলেও মন্তব্য করেছেন তিনি। সূত্রের খবর, এ প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্টের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় ক্রিমি লেয়ার-কে যে সুবিধা দেওয়া উচিত নয় বলে মন্তব্য করা হয়েছিল, সেই বিষয়টিকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement