সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও শীতল। এই পরিস্থিতিতেই ধর্মীয় পর্যটনকে কেন্দ্র করে ফের ইসলামাবাদের সঙ্গে ইতিবাচক কথাবার্তা চালাতে ইচ্ছুক হল দিল্লি। ভারতীয় পুণ্যার্থীদের জন্য পাকিস্তানে সেখানকার আরও কিছু ধর্মীয় স্থান খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। একইভাবে ভারতেও পাক তীর্থযাত্রীদের জন্য আরও তীর্থস্থানের দরজা খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি পুণ্যার্থীদের জন্য দু’দেশের মধ্যে বিশেষ বিমান চালানো নিয়েও পাকিস্তানের (Pakistan) সঙ্গে কথা বলতে চায় বলে শুক্রবার বিদেশমন্ত্রক জানিয়েছে।
করোনা পরবর্তী সময়ে দু’দেশের মধ্যে ধর্মীয় পর্যটনশিল্পে জোয়ার আনা ছাড়াও পাকিস্তানের সড়কপথ ব্যবহার করে আফগানিস্তানে গম, খাবার, ত্রাণ পাঠানোও লক্ষ্য ভারতের। ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতির পর থেকে পাকিস্তান ভারতকে এই সড়কপথ ব্যবহার করতে দেয় না। কিন্তু ১৯৭৪-এর যৌথ প্রোটোকল (দু’দেশের নাগরিকদের তীর্থযাত্রা) নিয়ে কথাবার্তার সময় সড়কপথ ফের ব্যবহার করার অনুমতিও পাকিস্তানের থেকে ভারত এবার আদায় করতে পারবে বলে এদিন আশা প্রকাশ করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। উল্লেখ্য, এই যৌথ প্রোটোকল নিয়ে দীর্ঘ কয়েক বছর কোনও আলোচনায় বসেনি ভারত-পাকিস্তান।
পাক সরকারের অধীনস্থ পাকিস্তান হিন্দু কাউন্সিলের তরফে ভারতের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বলা হয়েছে, প্রতি মাসে করাচি ও লাহোর থেকে ১৭০ পুণ্যার্থীকে নিয়ে একটি বিমান ভারতের বিভিন্ন পুণ্যস্থানগুলিতে সরাসরি পৌঁছতে চায়। তার অনুমতি দিক ভারত সরকার। এরপরই দু’দেশের পুণ্যার্থীদের জন্যই বিশেষ বিমান চালুর প্রস্তাব দেওয়া হল দিল্লির তরফে।
প্রতি বছরই পাকিস্তান থেকে বহু হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষে এ দেশের তীর্থস্থানগুলিতে পুণ্য অর্জনের জন্য আসেন। অপরদিকে বহু ভারতীয় শিখ, হিন্দু ও মুসলিম পাকিস্তানের বিখ্যাত গুরুদ্বার, মন্দির ও মসজিদে যান। সূত্রের খবর, আগামী সপ্তাহেই ভারত ও পাকিস্তানের সরকারি আধিকারিকরা পুণ্যার্থীদের তীর্থযাত্রা নিয়ে আলোচনায় বসতে পারেন। দু’দেশের পুণ্যার্থীরা যাতে ২০টি তীর্থস্থান ভ্রমণের সুযোগ পান, তা নিয়েও কথা হবে। গত বছর কর্তারপুর করিডর খুলে দেওয়ার পর থেকেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে হিন্দু মন্দিরে তীর্থ করার জন্য উৎসাহী হয়ে রয়েছেন বহু শিখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.