Advertisement
Advertisement

Breaking News

চারপেয়ে

একলা জীবনে ইতি, চলে গেল ভারতের একমাত্র ওরাংওটাং বিন্নি

মূত্রথলিতে সংক্রমণের জেরে মৃত্যু ৪১ বছরের বিন্নির৷

Only Orangotung of this country Binni died last night
Published by: Sucheta Sengupta
  • Posted:May 30, 2019 5:46 pm
  • Updated:May 30, 2019 5:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একলাই ছিল৷ একলার জীবন কাটছিল এতদিন৷ এবার সেই জীবনে ছেদ পড়ল৷ দেশের একমাত্র ওরাংওটাংয়ের মৃত্যুর সঙ্গে এই জীবের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে ঘুচে গেল৷ ৪১ বছর বয়সে আমাদের বিদায় জানিয়ে গেল বিন্নি৷

[আরও পড়ুন: শুটিং থেকে ফিরছিলেন দুই অভিনেতা, জঙ্গি ভেবে ধরল পুলিশ!]

লালচে খয়েরি চারপেয়ে বন্যপ্রাণীটি এতদিন জমিয়ে রেখেছিল ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানা৷ দলে দলে নন্দনকানন ভ্রমণে যাওয়া কচিকাঁচা থেকে বড়দের আকর্ষণের কেন্দ্রে ছিল বিন্নি৷ কানন মাতিয়ে রাখত সে৷ কিন্তু মাস কয়েক ধরে ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছিল সে৷ শরীর ভাঙতে শুরু করেছিল৷ বাসা বাঁধছিল নানা অসুখ৷ মূত্রাশয়ের সংক্রমণে ক্রমশ শরীর খারাপ হতে শুরু করে৷ বিদেশ থেকে চিকিৎসকদের ডেকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছিল বিন্নিকে৷ কিন্তু কোনও কিছুতেই লাভ হয়নি৷ বুধবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে বছর একচল্লিশের ওরাংওটাং৷ তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে চান পশু বিশেষজ্ঞরা৷ ভারতে একমাত্র বিন্নিই ছিল ওরাংওটাং প্রজাতির প্রাণী৷ আর কেউ নেই৷

Advertisement

২০০৩ সালে পুণের রাজীব গান্ধী চিড়িয়াখানা থেকে নন্দনকাননে নিয়ে যাওয়া হয়েছিল বিন্নিকে৷ তার মৃত্যুতে গোটা নন্দনকাননের কর্মীরা তো বটেই, ভেঙে পড়েছে চিড়িয়াখানার অন্যান্য প্রাণীও৷ রাতে মৃত্যু হওয়ায় হয়তো শোক টের পায়নি কেউ৷ কিন্তু সকাল হতেই বিন্নির সহ-নাগরিকরা বুঝতে পারে, এক সদস্য নেই৷ অবলা প্রাণীরা নিজেদের অনুভূতিমতো প্রতিক্রিয়া দিয়েছে৷ সকলেই প্রায় ঝিমিয়ে পড়েছে৷ শত আদরযত্নেও কেউ সাড়া দিচ্ছে না৷

[আরও পড়ুন: হারে বিধ্বস্ত দল, মুখপাত্রদের মুখ বন্ধ রাখার নির্দেশ কংগ্রেসের]

সাধারণত মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার জঙ্গলে বিরল প্রজাতির এই চারপেয়ে প্রাণীর দেখা মেলে৷ কিন্তু সম্প্রতি চোরাশিকারিদের দাপটে লুপ্তপ্রায় হতে বসেছে এই অন্যতম বুদ্ধিমান এই প্রাণী৷ বিন্নির মৃত্যু এই আশঙ্কা আরও বাড়িয়ে দিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement