Advertisement
Advertisement

Breaking News

‘জাতীয়তাবাদ শব্দটিকে শুধু ভারতেই খারাপ ভাবা হয়, অন্য কোথাও নয়’

চাঁচাছোলা ভাষায় নিজের মত জানালেন অরুণ জেটলি৷

Only in India The word Nationalism is portrayed in bad light, says Arun jaitley
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 2, 2017 12:21 pm
  • Updated:March 2, 2017 1:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু ভারতেই জাতীয়তাবাদকে খারাপ শব্দ হিসেবে গণ্য করা হয়৷ বিশ্বের অন্য আর কোথাও এমনটা ভাবা হয় না৷ দিল্লি বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কের মধ্যে এভাবেই নিজের মত জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

হাবিজাবি লেখা নোট নিতে ব্যাঙ্কের আপত্তি? এই নিয়ম জেনে রাখুন

সাম্প্রতিক অতীতে বারবারই জাতীয়তাবাদ নিয়ে উত্তাল হয়েছে দেশ৷ কখনও মাথাচাড়া দিয়েছে অসহিষ্ণুতা৷ বলা হয়েছে, যে কোনও বিষয়ে মত প্রকাশ বা বাকস্বাধীনতার অভ্যাস জারি রাখার ক্ষেত্রে দেশ ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়েছে৷ তার প্রেক্ষিতেই নাড়া পড়েছে জাতীয়তাবাদের ধারণাতেও৷ দেশকে ভালবাসা অনৈতিক কিছু নয়৷ কিন্তু উগ্র জাতীয়তাবাদ কখনও গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলেও রব উঠেছে৷ এরকম অভিযোগও উঠেছে৷ তা নিয়ে আগেও বিতর্ক হয়েছে৷ সম্প্রতি আবার তা উসকে দিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের কাজকর্ম৷ ফলে আবার অসহিষ্ণুতা, জাতীয়তাবাদ শব্দগুলি নিয়ে নাড়াচাড়া পড়েছে৷ সে প্রসঙ্গেই চাঁচাছোলা ভাষায় নিজের মত জানালেন অরুণ জেটলি৷ তাঁর সাফ কথা, জাতীয়বাদ শব্দটিকে শুধু ভারতেই খারাপ শব্দ হিসেবে দেখা হয়৷ বিশ্বের অন্য কোথাও আর এমনটা দেখা যায় না৷ বাকি সব দেশেই সদর্থকভাবেই দেখা হয়৷ স্পষ্ট করেই জাতীয়তাবাদের পক্ষেই মত দিয়েছেন তিনি৷

Advertisement

একজোট ৩ আইআইটি, চালকহীন গাড়ি চলবে ভারতের রাস্তাতেও

জাতীয়তাবাদের কথা বলে অনেকেই বিরূপ সমালোচনার মুখে পড়েন৷ তাঁদের সমর্থনেই এদিন বারাণসীতে এক সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন অর্থমন্ত্রী৷ সেইসঙ্গে বিরোধী দলগুলিকেও একহাত নিয়েছেন তিনি৷ জানিয়েছেন, নোট বাতিল নিয়ে বিরোধীরা ক্রমাগত ভুল কথা প্রচার করে চলেছেন৷ জিডিপি-র তথ্য সামনে রেখেই সমস্ত অভিযোগ উড়িয়ে দেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement