Advertisement
Advertisement

কালো টাকার মালিকরাই কেবল সমস্যায় রয়েছেন, দাবি নায়ডুর

সাধারণ মানুষকে প্যানিক করতে নিষেধ করলেন মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু৷

Only black money holders are in trouble
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 11, 2016 4:07 pm
  • Updated:November 11, 2016 6:42 pm

সুমিতা ভাস্কর: যাঁরা কর ফাঁকি দিয়েছেন তাঁদের শেষ সুযোগ দেওয়া হল৷ এরপর তাঁদের আর কোনওভাবেই রেয়াত করা হবে না৷ নয়াদিল্লিতে ইকনমিক এডিটরস শীর্ষক সম্মেলনের দ্বিতীয় দিনে কার্যত এভাবেই কালো টাকার মালিকদের হুঁশিয়ারি দিলেন সংসদীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু৷ একইসঙ্গে সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে নায়ডু বলেন, “প্যানিক করবেন না৷ ভুয়া খবর ছড়াবেন না৷ কারও কোনও অসুবিধা হবে না৷ শুধু দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাসবাদী, টাকা পাচারকারীরা বিপদে পড়বে৷” দেশে এমার্জেন্সি অবস্থা চলছে বলে বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী নাইডুর বক্তব্য, “এমার্জেন্সি কেন? রেল-বাস-মেট্রো সব চলছে৷ খালি কালো টাকা চলছে না৷ এর জন্য কোনও কিছু থমকে থাকার কথা নয়৷ ৫০০ ও ১০০০ টাকা বাতিল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের যাঁরা বিরোধিতা করছেন তাঁরা নিশ্চয়ই আমাদের সুদূরপ্রসারী লক্ষ্যের কথা বুঝতে পারছেন না৷” তাঁর মতে, মোদি সরকারের এই ঐতিহাসিক পদক্ষেপে যাঁরা কালো টাকা লুকিয়ে রেখেছেন তাঁরা বাদে সবাই খুশি হয়েছেন৷

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কালো টাকা রোধের জন্য ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন৷ আচমকা এই নোট বাতিলের জন্য বহু মানুষ বিপদে পড়েছেন বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে৷ সেই প্রেক্ষিতে এদিন নাইডু বলেন, “হঠাৎ নোট বাতিল হওয়ার জন্য অন্যদের কোনও অসুবিধা হওয়ার কথা নয়৷ এটা কোনও বিক্ষিপ্ত ঘটনা নয়৷

Advertisement

ব্যাপারটা হঠাৎ কেন? এখানে কি কালো টাকা লুকানোর জন্য সময় দিতে হবে? সমাজকে পুনর্গঠনের জন্য এই পরিবর্তন করা হয়েছে৷ হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ দীর্ঘদিন ধরেই এই পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল৷” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদির লক্ষ্য ছিল পুনর্গঠন ও রূপান্তর করা৷ আমি সেটাই সবাইকে জানাচ্ছি৷ একইসঙ্গে আমাদের লক্ষ্য ‘তন মন ধন’ সব ক্ষেত্রে পিওরিটি৷ শুধু স্বচ্ছ মনে কাজ করো৷” এইসব নোট অচল হয়ে যাওয়ায় আয়কর আইনের জন্য খালি স্মাগলারদের অসুবিধা হবে বলে দাবি করেছেন নায়ডু৷

পাশাপাশি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রক্রিয়া সহজ করার বিষয়টি নিয়েও এদিন বক্তব্য রেখেছেন বেঙ্কাইয়া নায়ডু৷ তিনি জানিয়েছেন, চ্যানেলের লাইসেন্স পুনর্বীকরণ এবার থেকে অনলাইনে ৬০ দিনের মধ্যে হয়ে যাবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement