ছবি: সোশাল মিডিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগেই বড়সড় ধাক্কা। আপের একমাত্র লোকসভা সাংসদ সুশীল কুমার রিঙ্কু যোগ দিলেন বিজেপিতে (BJP)। প্রসঙ্গত, ২০২৩ সালের উপনির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন তিনি। তারও আগে কংগ্রেসে (Congress) ছিলেন এই নেতা।
লোকসভা নির্বাচনের আগেই ব্যাপক অস্বস্তিতে আপ (AAP)। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সেই গ্রেপ্তারিকে নিশানা করে লাগাতার আক্রমণ শানাচ্ছে বিজেপি-সহ অন্যান্য বিরোধী দলগুলো। তার মধ্যেই ভাঙন শুরু আপ শিবিরে। বুধবার একসঙ্গে বিজেপিতে যোগ দিলেন আপের দুই জনপ্রতিনিধি। লোকসভা সাংসদ ছাড়াও পাঞ্জাবের আপ বিধায়ক শীতল আঙ্গুরাল এদিন বিজেপিতে যোগ দেন।
উল্লেখ্য, ২০২২ সালে পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে প্রতিপক্ষ ছিলেন দুই আপ জনপ্রতিনিধি। পশ্চিম জলন্ধর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ছিলেন সুশীল কুমার। কিন্তু তাঁকে হারিয়ে ওই কেন্দ্রের বিধায়ক হন আপের শীতল। বিধানসভা নির্বাচনে হারের পরেই কংগ্রেস ছেড়ে আপে যোগ দেন সুশীল। ২০২৩ সালের জলন্ধর উপনির্বাচনে তাঁকে টিকিটও দেয় কেজরির দল। বিরাট ব্যবধানে জিতে যান সুশীল। আপের একমাত্র সাংসদ হিসাবে পৌঁছে যান লোকসভায়।
কিন্তু একবছরের মধ্যেই ফের দল বদল। লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিলেন সুশীল। শোনা যাচ্ছে, বিজেপির টিকিটেই আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন তিনি। গেরুয়া শিবিরে যোগ দিয়েই তাঁর দাবি, পাঞ্জাবে কোনও উন্নয়ন করছে না আপ সরকার। সেই জন্যই বিজেপির হাত ধরেছেন। অন্যদিকে, মঙ্গলবারই বিজেপিতে যোগ দিয়েছেন কংগ্রেস সাংসদ রভনীত সিং বিট্টুও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.