Advertisement
Advertisement

Breaking News

Maldives

‘দেশের পাশে রয়েছি’, মালদ্বীপগামী সমস্ত বিমানের বুকিং বাতিল ট্রাভেল এজেন্সির

লাক্ষাদ্বীপে গিয়ে ছুটি কাটান, দেশবাসীকে বার্তা দিয়েছেন একঝাঁক তারকা। দেশজুড়ে ট্রেন্ডিং হয়েছে বয়কট মালদ্বীপ। অনেকেই জানিয়েছেন, মালদ্বীপের টিকিট কেটেও বাতিল করে দিয়েছেন তাঁরা।

Online travel agency cancels booking for Maldives | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 8, 2024 9:31 am
  • Updated:January 8, 2024 11:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের পাশে দাঁড়িয়ে মালদ্বীপের (Maldives) সমস্ত বুকিং বাতিল করে দিল ইজ মাই ট্রিপ। অনলাইন ট্রাভেল এজেন্সিটির তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লাক্ষাদ্বীপ সফর ঘিরে মালদ্বীপের সোশাল মিডিয়ায় নানা অপমানজনক মন্তব্য করা হয়েছে। তাই মালদ্বীপের কোনও বুকিং করবে না সংস্থাটি। অন্যদিকে, মালদ্বীপে না গিয়ে লাক্ষাদ্বীপে ছুটি কাটানোর পক্ষে সওয়াল করছেন দেশবাসী। সেই তালিকায় রয়েছেন বলিউড তারকা থেকে ক্রিকেটাররাও। 

বেশ কয়েকদিন ধরেই ভারত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কে (Maldives India Crisis) টানাপোড়েন চলছে। সেই আগুনে ঘি পড়ে মোদির লাক্ষাদ্বীপ সফরের ছবি প্রকাশ্যে আসার পর। প্রধানমন্ত্রীর ছবি দেখার পরে তাঁকে ভাঁড় বলে কটাক্ষ করেন মালদ্বীপের যুবকল্যাণ মন্ত্রী মারিয়ম শিউনা। ভারতের সমুদ্রসৈকতগুলোর নিন্দাও শোনা যায় মালদ্বীপের নেতাদের মুখে। তার পরেই নেটদুনিয়ায় মালদ্বীপ বয়কটের ডাক দেন দেশবাসী। চাপের মুখে বিবৃতি জারি করে তিন মন্ত্রীকে সাসপেন্ড করে মালদ্বীপ সরকার।

Advertisement

[আরও পড়ুন: রামমন্দিরের গর্ভগৃহে রামলালার কষ্টিপাথরের মূর্তি, প্রতি রামনবমীতে সূর্যরশ্মি পড়বে বিগ্রহের ললাটে]

এহেন পরিস্থিতিতে অনেকেই দাবি করেন, মালদ্বীপে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করছেন। টিকিট ক্যানসেল করে দেওয়ার ছবিও আপলোড করেন সোশাল মিডিয়ায়। রবিবার বিকেল পর্যন্ত কোনও সংস্থার তরফে সরকারিভাবে মালদ্বীপ সফর বাতিল করা নিয়ে কিছু জানানো হয়নি। কিন্তু রবিবার রাতে ইজ মাই ট্রিপের প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি সাফ জানিয়ে দেন, “মালদ্বীপের সমস্ত বিমানের বুকিং আমরা বাতিল করে দিয়েছি। দেশের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত।” ভারতের আমজনতা যদি মালদ্বীপ সফর বাতিল করে দেন তাহলে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি, সেই আশঙ্কায় কাঁটা মালদ্বীপের নেতারা। 

[আরও পড়ুন: রাতের কার্গিলে নামল সি-১৩০ জে, অন্ধকারে বিমান নামিয়ে রেকর্ড বায়ুসেনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement