সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে বিভিন্ন প্রান্তে বাড়ছে পিঁয়াজের দাম! টমেটো নিয়ে নাজেহাল হওয়ার পর এবার ফের ‘চোখে জল’ আমজনতার। সৌজন্যে পিঁয়াজের অগ্নিমূল্য। গত ২ সপ্তাহ ধরেই লাফিয়ে বেড়েছে দাম। বাংলার বিভিন্ন বাজারেও একই ছবি। মোটামুটি ৭০ টাকায় পৌঁছেছে কেজি প্রতি পিঁয়াজের দাম। এভাবে চললে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে যেতেই পারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীটি। অথচ গত মাসেই দাম ছিল মোটামুটি কেজি পিছু ৩৩ টাকা। স্বাভাবিক ভাবেই নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের।
আসলে টমেটোর থেকে অনেক জরুরি এই পিঁয়াজ। দৈনন্দিন মেনুতে টমেটোকে যদিও বা উপেক্ষা করা যায়, পিঁয়াজকে উপেক্ষা করার কোনও উপায় নেই। স্রেফ পিঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় সরকার বদলে যাওয়ার নজিরও রয়েছে।
কিন্তু কেন বাড়ছে পিঁয়াজের দাম? আসলে উৎসবের মরশুমে বাড়তে থাকা চাহিদা ও জোগানের ঘাটতির মেলবন্ধনের কারণেই এহেন পরিস্থিতি। তাছাড়া এবার বহু রাজ্যে বৃষ্টির পরিমাণ গড় পরিমাণের চেয়ে কম। এরই ফলশ্রুতি পিঁয়াজের এই আগুন-দাম।
কবে কমতে পারে দাম? মনে করা হচ্ছে, এখনই রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই। আগামী ডিসেম্বরে পিঁয়াজের নতুন স্টক ঢুকলে তবে পরিস্থিতি স্বাভাবিক হবে। ততদিন পর্যন্ত এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে সাধারণ নাগরিককে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.