ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ-স্বাভাবিক হয়ে উঠবে সন্তান। দূর হবে সব রোগ। এই আশা নিয়েই এক বছরের শিশুকে ওঝার হাতে তুলে দিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু তার যে এমন করুণ পরিণিত ঘটবে, তা হয়তো ভাবেননি তাঁরাও। রোগ সারানোর নামে শিশুটির দাঁত ভেঙে মেঝেয় আছাড় মারা হল। আর তাতেই প্রাণ হারাল সে।
ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহর জেলার ধাকর গ্রামের। মৃত শিশুর নাম অনুজ। তার আত্মীয় সৌরভ জানান, শিশুটি অসুস্থ হয়ে পড়েছিল। তার জন্য তাকে চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে বৃহস্পতিবার রাতে ওঝার কাছে নিয়ে যান অভিভাবকরা। আর সেখানেই ঘটল মর্মান্তিক পরিণতি। কুসংস্কারের ফল যে কী মারাত্মক হতে পারে, সেই প্রমাণই ফের মিলল। অভিযোগ, রোগমুক্তির নামে ওই তান্ত্রিক প্রথমে শিশুর দাঁত ভেঙে দেয়। এরপর তাকে আছড়ে মাটিতে ফেলে। আর তাতেই জ্ঞান হারায় একরত্তি।
সন্তানকে অচেতন অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে ছোটেন তাঁরা। কিন্তু সেখানেই চিকিৎসকরা বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করেন।
সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার। মৃতদেহ নিয়েই থানায় হাজির হন তাঁরা। তান্ত্রিকের বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁদের অভিযোগের ভিত্তিতেই ওই তান্ত্রিককে গ্রেপ্তার করা হয়। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
উল্লেখ্য, দিন কয়েক আগেই এমনই ভয়ংকর এক ঘটনার সাক্ষী হয়েছিল মধ্যপ্রদেশ। চিকিৎসার নামে একরত্তিকে ৫১ বার গরম রডের ছ্যাঁকা দেওয়া হয়েছিল তাকে। পরে চিকিৎসকরা জানান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল সে। সেই মৃত্যু ঘিরেও ছড়ায় চাঞ্চল্য়। এবার যোগীরাজ্যে ধরা পড়ল অন্ধবিশ্বাসের ছবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.